আইপিএল ২০২৩ থেকে আসছে ‘ট্যাক্টিকাল সাবস্টিটিউট’

আইপিএল ২০২৩ থেকে আসছে 'ট্যাক্টিকাল সাবস্টিটিউট'
Vinkmag ad

আইপিএল ২০২৩ থেকে নতুন নিয়ম সংযোজন করেছে বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া)। আসন্ন আইপিএল আসর থেকে ট্যাক্টিকাল সাবস্টিটিউট যুক্ত হচ্ছে আইপিএল নিয়মে।

এই নিয়ম অনুযায়ী সাবস্টিটিউট তালিকায় থাকা ক্রিকেটারের মধ্যে একজন মূল খেলার অংশ হতে পারবেন।

অক্টোবর-নভেম্বরে সৈয়দ মুশতাক আলি ট্রফি (টি-টোয়েন্টি) তে এই নিয়ম ছিল। যেটা এখন থাকবে আইপিএলেও।

ফ্র্যাঞ্চাইজিগুলোকে আইপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, ‘আইপিএল ২০২৩ থেকে ট্যাক্টিকাল/স্ট্র্যাটেজিক ধারণা যুক্ত হবে আইপিএলকে বাড়তি মাত্রা দিতে। যেখানে একজন সাবস্টিটিউট ক্রিকেটার মূল খেলায় আরও সক্রিয়ভাবে অংশ নিবে।’

সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ট্যাক্টিকাল সাবস্টিটিউট নিয়মে ছিল- চার সাবস্টিটিউট ক্রিকেটারের নাম টসের সময় দিয়ে দিতে হত। যেখান থেকে ১ জন ক্রিকেটার মূল একাদশের যেকোন ক্রিকেটারের বদলী হিসাবে খেলতে পারবে ইনিংসের ১৪ তম ওভার শেষ হবার আগে। সেই ক্রিকেটার ব্যাটিং বা বোলিংয়ের কোটা পূরণ করতে পারবে।।

৯৭ ডেস্ক

Read Previous

বেধড়ক পিটুনি খেয়ে জাহিদ মাহমুদের বিশ্বরেকর্ড

Read Next

নিউজিল্যান্ডের বিপক্ষে বাঘিনীদের অসহায় আত্মসমর্পন

Total
0
Share