

আইপিএল ২০২৩ থেকে নতুন নিয়ম সংযোজন করেছে বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া)। আসন্ন আইপিএল আসর থেকে ট্যাক্টিকাল সাবস্টিটিউট যুক্ত হচ্ছে আইপিএল নিয়মে।
Time for a New season ????
Time for a New rule ????
How big an “impact” will the substitute player have this edition of the #TATAIPL ???? pic.twitter.com/19mNntUcUW
— IndianPremierLeague (@IPL) December 2, 2022
এই নিয়ম অনুযায়ী সাবস্টিটিউট তালিকায় থাকা ক্রিকেটারের মধ্যে একজন মূল খেলার অংশ হতে পারবেন।
অক্টোবর-নভেম্বরে সৈয়দ মুশতাক আলি ট্রফি (টি-টোয়েন্টি) তে এই নিয়ম ছিল। যেটা এখন থাকবে আইপিএলেও।
ফ্র্যাঞ্চাইজিগুলোকে আইপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, ‘আইপিএল ২০২৩ থেকে ট্যাক্টিকাল/স্ট্র্যাটেজিক ধারণা যুক্ত হবে আইপিএলকে বাড়তি মাত্রা দিতে। যেখানে একজন সাবস্টিটিউট ক্রিকেটার মূল খেলায় আরও সক্রিয়ভাবে অংশ নিবে।’
সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ট্যাক্টিকাল সাবস্টিটিউট নিয়মে ছিল- চার সাবস্টিটিউট ক্রিকেটারের নাম টসের সময় দিয়ে দিতে হত। যেখান থেকে ১ জন ক্রিকেটার মূল একাদশের যেকোন ক্রিকেটারের বদলী হিসাবে খেলতে পারবে ইনিংসের ১৪ তম ওভার শেষ হবার আগে। সেই ক্রিকেটার ব্যাটিং বা বোলিংয়ের কোটা পূরণ করতে পারবে।।