বেধড়ক পিটুনি খেয়ে জাহিদ মাহমুদের বিশ্বরেকর্ড

বেধড়ক পিটুনি খেয়ে জাহিদ মাহমুদের বিশ্বরেকর্ড
Vinkmag ad

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে চলমান পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার ১ম টেস্টে দুই দলের মোট ৬ ক্রিকেটারের সাদা পোশাকে অভিষেক হয়। ইংল্যান্ডের পক্ষে লিয়াম লিভিংস্টোন ও উইল জ্যাকস, পাকিস্তানের হারিস রউফ, মোহাম্মদ আলি, সউদ শাকিল ও জাহিদ মাহমুদের।

পাকিস্তানি লেগ স্পিনার জাহিদ মাহমুদ অভিষেক টেস্ট ইনিংসেই গড়েছেন বিশ্বরেকর্ড! যদিও নিশ্চিতভাবেই এই রেকর্ডের মালিক হতে চাননি তিনি।

আগে ব্যাট করে ইংল্যান্ড ১ম ইনিংসে তুলেছে ৬৫৭ রান, সেটিও কেবল ১০১ ওভার ব্যাট করে। দলের পক্ষে সেঞ্চুরি করেছেন ৪ ব্যাটার। জ্যাক ক্রাউলি ১২২, বেন ডাকেট ১০৭, ওলি পোপ ১০৮ ও হ্যারি ব্রুক ১৫৩ রান করেন।

১০১ ওভারের মধ্যে পাকিস্তানি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩৩ ওভার হাত ঘুরান জাহিদ মাহমুদ। যেখানে ১ মেইডেন পাওয়া জাহিদ হজম করেন ২৩৫ রান। ওভারপ্রতি ৭.১২ রান দেওয়া জাহিদ তুলে নেন ৪ উইকেট।

 

View this post on Instagram

 

A post shared by cricket97 (@cricket97bd)

অভিষেক টেস্ট ইনিংসে সর্বোচ্চ রান দেবার রেকর্ড এখন জাহিদ মাহমুদের। সবমিলে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ রান হজম করা বোলারদের তালিকায় ৯ নম্বরে অবস্থান জাহিদের।

টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ রান হজম-

লেসিল ও’ব্রায়েন ফ্লিটউড-স্মিথ (অস্ট্রেলিয়া)- ৮৭-১১-২৯৮-১
আরকে চৌহান (ভারত)- ৭৮-৮-২৭৬-১
ওসি স্কট (ওয়েস্ট ইন্ডিজ)- ৮০.২-১৩-২৬৬-৫
খান মোহাম্মদ (পাকিস্তান)- ৫৪-৫-২৫৯-০
ফজল মাহমুদ (পাকিস্তান)- ৮৫.২-২০-২৪৭-২
মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ)- ৪৯-২-২৪৬-২
রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা)- ৫৩.৩-২-২৪০-৩
সাকলাইন মুশতাক (পাকিস্তান)- ৫০-৩-২৩৭-৩
জাহিদ মাহমুদ (পাকিস্তান)- ৩৩-১-২৩৫-৪।

৯৭ ডেস্ক

Read Previous

জাকিরের সেঞ্চুরি, শান্তর আক্ষেপ

Read Next

আইপিএল ২০২৩ থেকে আসছে ‘ট্যাক্টিকাল সাবস্টিটিউট’

Total
0
Share