

কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচে লড়ছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে জাকির হাসান, নাজমুল হোসেন শান্তরা। তাতে ম্যাচ বাচানোর সম্ভাবনা তৈরি হয়েছে মোহাম্মদ মিঠুনের দলের।
৬৩ ওভারে ১ উইকেটে ১৭২ রান নিয়ে ৩য় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ ‘এ’ দল, পিছিয়ে ছিল ১৮১ রানে। ৮১ রান করে অপরাজিত ছিলেন জাকির হাসান, ৫৬ রান করে নাজমুল হোসেন শান্ত।
আজ চতুর্থ দিনে এসে সেঞ্চুরি তুলে নেন জাকির হাসান। তবে তিন অঙ্ক স্পর্শ করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ১৮৭ বলে ১০ চারে ৭৭ রান করে আউট হন তিনি। মুকেশ কুমারের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন শান্ত।
View this post on Instagram
তবে লাঞ্চ বিরতির আগে আর কোন উইকেট হারায়নি স্বাগতিকরা। মুমিনুল হকের সঙ্গে ১৫ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে লাঞ্চ বিরতিতে যায় মোহাম্মদ মিঠুনের দল।
লাঞ্চ বিরতির পর সাজঘরে ফেরেন মুমিনুল হক। ৩৭ বলে ১৩ রান করে জয়ন্ত যাদবের বলে বোল্ড হন তিনি।
উল্লেখ্য, প্রথম ইনিংসে ১১২ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। জবাবে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৪৬৫ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত ‘এ’ দল।