আইপিএল নিলামে নিবন্ধিত ৯৯১, ৬ বাংলাদেশি

আইপিএল ২০২২ নিলামঃ লাইভ রিপোর্ট

আইপিএল ২০২৩ প্লেয়ার নিলামের জন্য ৯৯১ জন খেলোয়াড় নিবন্ধন করেছে। তাদের মধ্যে ২২৭ জন বিদেশি। সর্বোচ্চ ৫৭ জন অস্ট্রেলিয়ার; বাংলাদেশের ৬ জন। ২৩ ডিসেম্বর কোচিতে হবে নিলাম। 

আসন্ন আইপিএলের নিলামের জন্য প্লেয়ার রেজিস্ট্রেশন ৩০শে নভেম্বর বন্ধ হয়ে গেছে। মোট ৯৯১ জন খেলোয়াড় (৭১৪ ভারতীয় এবং ২৭৭ জন বিদেশী খেলোয়াড়) আইপিএল ২০২৩ প্লেয়ার নিলামের অংশ হতে সাইন আপ করেছেন। যা ২৩ ডিসেম্বর ২০২২ কোচিতে অনুষ্ঠিত হবে।

খেলোয়াড়দের তালিকায় ১৮৫ জন ক্যাপড, ৭৮৬ আনক্যাপড এবং অ্যাসোসিয়েট নেশনস থেকে ২০ জন খেলোয়াড় রয়েছে।

ক্যাপড ইন্ডিয়ান (১৯ খেলোয়াড়)
ক্যাপড আন্তর্জাতিক (১৬৬ খেলোয়াড়)
সহযোগী (২০ খেলোয়াড়)

আনক্যাপড ভারতীয় যারা আগের আইপিএল মৌসুমের অংশ ছিল (৯১ খেলোয়াড়)
আনক্যাপড আন্তর্জাতিক যারা আগের আইপিএল মরসুমের অংশ ছিল (৩ জন খেলোয়াড়)
আনক্যাপড ইন্ডিয়ান (৬০৪ খেলোয়াড়)
আনক্যাপড ইন্টারন্যাশনাল (৮৮ খেলোয়াড়)

২৭৭ বিদেশী খেলোয়াড়ের দেশভিত্তিক তালিকা:

আফগানিস্তান ১৪
অস্ট্রেলিয়া ৫৭
বাংলাদেশ ৬
ইংল্যান্ড ৩১
আয়ারল্যান্ড ৮
নামিবিয়া ৫
নেদারল্যান্ডস ৭
নিউজিল্যান্ড ২৭
স্কটল্যান্ড ২
দক্ষিণ আফ্রিকা ৫২
শ্রীলঙ্কা ২৩
আরব-আমিরাত ৬
ওয়েস্ট ইন্ডিজ ৩৩
জিম্বাবুয়ে ৬

প্রতিটি ফ্র্যাঞ্চাইজি যদি তাদের স্কোয়াডে সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় রাখে, তাহলে নিলামে ৮৭ জন খেলোয়াড় কেনা যাবে (যার মধ্যে ৩০ জন পর্যন্ত বিদেশী খেলোয়াড় হতে পারে)।

গত বারের মেগা নিলাম শেষে যে টাকা দলগুলির কাছে রয়েছে তা এ বারের নিলামে ব্যবহার করা যাবে। সেই সঙ্গে আরও ৫ কোটি রূপি ব্যবহার করতে পারবে দলগুলি। এর ফলে প্রতিটি দল গড়তে মোট ৯৫ কোটি রূপি ব্যবহার করা যাবে। গত বারের নিলামে ৯০ কোটি রূপি নিয়ে লড়াইয়ে নেমেছিল দলগুলি। এ বারে যোগ হচ্ছে ৫ কোটি রূপি।

৯৭ ডেস্ক

Read Previous

ওয়ানডে সিরিজের সাথে প্রথম টেস্ট থেকেও ছিটকে গেলেন তামিম

Read Next

আইপিএল নিলামে ৬ বাংলাদেশির ভিত্তিমূল্য

Total
0
Share