

অসুস্থতার শঙ্কা কাটিয়ে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে দাপট দেখাল ইংল্যান্ডের ব্যাটিং লাইন। উদ্বোধনী দিনেই চার সেঞ্চুরি, সফরকারীরা দিন শেষ করেছে ৪ উইকেটে ৫০৬ রান সংগ্রহ করে। শেষদিকে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করেছেন স্টোকস, ব্রুক।
টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো, ৪ ব্যাটার ম্যাচের উদ্বোধনী দিনে ১০০ রান করেছেন – জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, ওলি পোপ এবং হ্যারি ব্রুক। এছাড়াও টেস্ট ইতিহাসে প্রথমবার, প্রথম দিনেই ৫০০-এর বেশি রান।
View this post on Instagram
রাওয়ালপিন্ডিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। পাকিস্তানের ৪ ও ইংল্যান্ডের ২; মোট ছয় ক্রিকেটারের টেস্ট অভিষেক। উদ্বোধনী জুটি থেকেই কোন প্রকার পাত্তা পায়নি পাক বোলাররা। টেস্ট ক্রিকেট ভুলে গিয়ে ওয়ানডে মেজাজে ব্যাট চালান দুই ওপেনার জ্যাক ক্রাউলি ও বেন ডাকেট।
ক্রাউলি ৩৮ বলে হাঁকান পঞ্চাশ। আর ডাকেট করেন ৫০ বলে পঞ্চাশ। ২৭ ওভারে স্কোরবোর্ডে ১৭৪ তুলে লাঞ্চে যায় ইংল্যান্ড। বিরতির পর ৮৬ বলে ১০০ পূর্ণ করেন ক্রাউলি। আর ডাকেট শতরান হাঁকান ১০৫ বল খেলে। ২৩৩ রানে ভাঙ্গে উদ্বোধনী জুটি। ১০৭ রান করা বেন ডাকেটকে ফেরান অভিষেক হওয়া জাহিদ মাহমুদ।
হারিস রউফ ক্রাউলিকে ১২২ রানে ফিরিয়ে তুলে নেন নিজের প্রথম টেস্ট উইকেট। তিনে নামা ওলি পোপকে সঙ্গ দিতে এসে জো রুট আউট হন ব্যক্তিগত ২৩ রানে। সেঞ্চুরি হাঁকিয়ে পোপ ফেরেন ১০৮ রানের ইনিংসে।
এরমাঝেই হ্যারি ব্রুক ফিফটি হাঁকিয়ে ছুটেন সেঞ্চুরির পথে। শেষবেলায় বেন স্টোকস ব্যাটিংয়ে নেমে হয়ে যান বিধ্বংসী। ব্রুক ৮১ বলে ১০১ রান করে অপরাজিত। আর স্টোকস খেলেন ১৫ বলে ৩৪ রানের ক্যামিও ইনিংস।
View this post on Instagram
৭৫ ওভার হতেই দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন অনফিল্ড আম্পায়াররা। ৪ উইকেট হারিয়ে ইংল্যান্ডের স্কোরবোর্ডে জমা হয়েছে ৫০৬ রান। যা টেস্ট ইতিহাসের রেকর্ড বইয়ে জায়গা করে নিল।