

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম চারদিনের ম্যাচ খেলছে স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দল ও ভারত ‘এ’ দল। ৩য় দিনের শুরুর সেশনে রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা।
৫ উইকেটে ৪০৪ রান তুলে ২য় দিনের খেলা শেষ করেছিল ভারত ‘এ’ দল। তিলক ভার্মা ২৬ ও ১০ রান করে উপেন্দ্র যাদব অপরাজিত ছিলেন। লিড ছিল ২৯২ রানের।
আজ সেই লিড ৩৫৩ রান অব্দি নিয়ে যেয়ে ইনিংস ঘোষণা করে ভারত ‘এ’ দল। ১০১ বলে ২ চার ও ১ ছয়ে ৩৩ রান করে রিটায়ার্ড হার্ট হন তিলক ভার্মা।
উপেন্দ্র যাদব ১২২ বলে ৫ চার ও ২ ছয়ে ৭১ রান করে অপরাজিত থাকেন। অতিত শেঠ ৯ বলে ৮ রান করে অপরাজিত থাকেন।
লাঞ্চ বিরতির আগে ৬ ওভার ব্যাট করতে পারে বাংলাদেশ ‘এ’ দল। সেখানে ১৩ রান তুলে কোন উইকেট হারায়নি স্বাগতিকরা। ৫ রান করে অপরাজিত মাহমুদুল হাসান জয়, ৭ রান করে জাকির হাসান।
সংক্ষিপ্ত স্কোরঃ (৩য় দিন লাঞ্চ বিরতি পর্যন্ত)
বাংলাদেশ ‘এ’ দল ১১২/১০ ও ১৩/০
ভারত ‘এ’ দল ৪৬৫/৫ (ইনিংস ঘোষণা)।