লিডের পাহাড় বানিয়ে ইনিংস ঘোষণা করল ভারত ‘এ’ দল

লিডের পাহাড় বানিয়ে ইনিংস ঘোষণা করল ভারত 'এ' দল
Vinkmag ad

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম চারদিনের ম্যাচ খেলছে স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দল ও ভারত ‘এ’ দল। ৩য় দিনের শুরুর সেশনে রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা।

৫ উইকেটে ৪০৪ রান তুলে ২য় দিনের খেলা শেষ করেছিল ভারত ‘এ’ দল। তিলক ভার্মা ২৬ ও ১০ রান করে উপেন্দ্র যাদব অপরাজিত ছিলেন। লিড ছিল ২৯২ রানের।

আজ সেই লিড ৩৫৩ রান অব্দি নিয়ে যেয়ে ইনিংস ঘোষণা করে ভারত ‘এ’ দল। ১০১ বলে ২ চার ও ১ ছয়ে ৩৩ রান করে রিটায়ার্ড হার্ট হন তিলক ভার্মা।

উপেন্দ্র যাদব ১২২ বলে ৫ চার ও ২ ছয়ে ৭১ রান করে অপরাজিত থাকেন। অতিত শেঠ ৯ বলে ৮ রান করে অপরাজিত থাকেন।

লাঞ্চ বিরতির আগে ৬ ওভার ব্যাট করতে পারে বাংলাদেশ ‘এ’ দল। সেখানে ১৩ রান তুলে কোন উইকেট হারায়নি স্বাগতিকরা। ৫ রান করে অপরাজিত মাহমুদুল হাসান জয়, ৭ রান করে জাকির হাসান।

সংক্ষিপ্ত স্কোরঃ (৩য় দিন লাঞ্চ বিরতি পর্যন্ত)

বাংলাদেশ ‘এ’ দল ১১২/১০ ও ১৩/০

ভারত ‘এ’ দল ৪৬৫/৫ (ইনিংস ঘোষণা)।

৯৭ প্রতিবেদক

Read Previous

আসালাঙ্কার দাপটে শ্রীলঙ্কার রোমাঞ্চকর জয়

Read Next

তাসকিনকে ছাড়াই ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে, শঙ্কায় তামিমও

Total
0
Share