

ব্যাটে ৯ বলে ১৭ করা সাকিব বোলিংয়ে এসে ১ ওভারে খরচ করেন ৩০ রান! ডেকান গ্ল্যাডিয়েটর্সের কাছে ১০ উইকেটে হেরেছে বাংলা টাইগার্স। পুরান-ক্যাডমোরের দাপুটে ব্যাটিংয়ের সামনে ৬.১ ওভারেই ম্যাচ শেষ। ম্লান হয়ে গেল ইফতিখারের ফিফটি।
টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব। ৭ উইকেট হারিয়ে বাংলা টাইগার্স স্কোরবোর্ডে জমা করে ১০৮ রান। কেবল ৩ ব্যাটার পোঁছান দুই অংকের ঘরে। ওপেনার জো ক্লার্ক ১২ বলে করেন ২৩।
ইফতিখার আহমেদের ব্যাট হেসেছে আজও। ২১ বলে ৫ ছয় ও ৩ চারের সাহায্যে ইফতিখার খেলেন ৫৪ রানের ইনিংস। সাকিব আল হাসান আন্দ্রে রাসেলের শেষ ওভারে আউট হওয়ার আগে ৯ বলে করেন ১৭ রান। ক্যাচ তোলার আগের দুই বলে হাঁকান ৪, ৬।
লক্ষ্য তাড়ায় নেমে ডেকান গ্ল্যাডিয়েটর্সের দুই ওপেনার টম কোহলার ক্যাডমোর ও নিকোলাস পুরানের অনবদ্য ব্যাটিং। দু’জনেই ফিফটি হাঁকিয়ে ৬.১ ওভারে দলকে এনে দেন ১০ উইকেটের বড় জয়।
বল হাতে সাকিব ১ ওভারে খরচ করেন ৩০ রান। ডেকানের অধিনায়ক নিকোলাস পুরান সাকিবের ওভারে হাঁকান ৫ ছক্কা। শেষপর্যন্ত পুরান ১৬ বলে ৫০ ও ক্যাডমোর ২১ বলে ৫০ রানে থাকেন অপরাজিত।