

পার্থ স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ১ম টেস্ট। আগে ব্যাট করা স্বাগতিকরা ১ম দিন শেষে আছে সুবিধাজনক অবস্থানে।
টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এদিন টেস্ট অভিষেক হয় শিবনারায়ন চন্দরপলের পুত্র ত্যাগনারায়ন চন্দরপলের।
ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি অজিদের। ৪র্থ ওভারের ৫ম বলে জেইডেন সিলসের বলে বোল্ড হন ডেভিড ওয়ার্নার। ১৬ বল খেলে ১ চারে ওয়ার্নার করতে পারেন কেবল ৫ রান।
দিনের শুরু নাকি বার্তা দেয় সারাটা দিন কেমন যাবে। তবে অজিদের ক্ষেত্রে তেমনটা হয়নি। ৯ রানে ১ম উইকেট হারানো স্বাগতিকরা ২য় উইকেট জুটিতে যোগ করে ১৪২ রান।
১৪৯ বলে ৫ চার ও ১ ছয়ে ৬৫ রান করে কাইল মায়ের্সের শিকার হয়ে সাজঘরে ফেরেন উসমান খাজা। খেলা ততক্ষণে হয়েছে ৫২.১ ওভার। ২ উইকেটে ১৬২ রান নিয়ে চা বিরতিতে যায় অজিরা।
দিনের শেষ সেশনে নিজের ৮ম টেস্ট সেঞ্চুরি তুলে নেন মারনাস লাবুশেইন। স্টিভ স্মিথ তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ৩৭ তম ফিফটি।
এই দুজন নির্বিঘ্নে খেলেন ১ সেশনের কিছু বেশি সময়। ২৭০ বলে ১৬ চার ও ১ ছয়ে ১৫৪ রান করে অপরাজিত আছেন লাবুশেইন, ১০৭ বলে ৭ চারে ৫৯ রান করে অপরাজিত স্টিভ স্মিথ।
২ উইকেটে ২৯৩ রান নিয়ে ১ম দিন পার করেছে অজিরা। উইন্ডিজদের পক্ষে ১ টি করে উইকেট জেইডেন সিলস ও কাইল মায়ের্সের।
সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে):
অস্ট্রেলিয়া ২৯৩/২ (৯০), ওয়ার্নার ৫, খাজা ৬৫, লাবুশেইন ১৫৪*, স্মিথ ৫৯*; সিলস ১৪-৩-৬৩-১, মায়ের্স ১১-২-২৪-১।