

পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হচ্ছে লিয়াম লিভিংস্টোনের। ইংল্যান্ডের জার্সিতে ১২ ওয়ানডে ও ২৯ টি-টোয়েন্টি খেলে ফেলা অলরাউন্ডার লিভিংস্টোন এবার সুযোগ পেলেন সাদা পোশাকে।
বেন স্টোকসের দল আগামীকাল থেকে শুরু হতে যাওয়া রাওয়ালপিন্ডি টেস্ট দিয়ে পাকিস্তান অভিযান শুরু করবে। ম্যাচের আগের দিন কপাল খুলল ইংলিশ তারকা অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনের। প্রথমবারের মতো খেলছেন টেস্ট। সঙ্গে একাদশে ফিরলেন ওপেনার বেন ডাকেট ও হ্যারি ব্রুক।
All set for a Test debut, @liaml4893 📸
🇵🇰 #PAKvENG 🏴 pic.twitter.com/HSaPpPEb0s
— England Cricket (@englandcricket) November 30, 2022
প্রথম টেস্ট ক্যাপ পাওয়া লিভিংস্টোনের জন্য একটি বিশেষ মাস বা তার বেশি, যিনি অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের সফল টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানের অংশ ছিলেন।
২০১৮ সালে প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডাক পেলেও এই অভিজ্ঞ অলরাউন্ডারের অভিষেক ঘটেনি। এবার রাওয়ালপিন্ডিতে হচ্ছে লিভিংস্টোনের জন্য সূর্যোদয়।
We have named our XI for our first Men’s Test against Pakistan!
🧢 A Test debut for @liaml4893
👋 Welcome back @benduckett1🇵🇰 #PAKvENG 🏴 pic.twitter.com/Clellsv9C4
— England Cricket (@englandcricket) November 29, 2022