অবশেষে উইকেটের দেখা পেলেন খালেদ-তাইজুল

অবশেষে উইকেটের দেখা পেলেন খালেদ-তাইজুল
Vinkmag ad

ভারত ‘এ’ দলের বিপক্ষে কঠিন পরীক্ষা দিচ্ছে বাংলাদেশ ‘এ’ দলের বোলাররা। প্রায় তিন সেশন উইকেট শূন্য থাকতে হয়েছিল তাদের। অবশেষে উইকেটের দেখা মিলল। দ্বিতীয় দিন চা বিরতির আগে ৩ উইকেট তুলে নিয়েছে খালেদ-তাইজুল।

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে চারদিনের প্রথম ম্যাচ। প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলের ১১২ রানের জবাবে চা দ্বিতীয় দিন চা বিরতি পর্যন্ত ভারত ‘এ’ দলের সংগ্রহ ৩ উইকেটে ৩৮৫।

আজ লাঞ্চের আগেই সেঞ্চুরি তুলে নেওয়া দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও অভিমন্য ইশ্বরনকে ফেরানো গেছে চা বিরতির আগে। ইনিংসের ৭৭তম ওভারের পঞ্চম বলে উইকেটের দেখা পান বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

২২৬ বলে ২০ চার ১ ছক্কায় ১৪৫ রান করে আউট হন জয়সওয়াল। তাতে ভাঙে ইশ্বরনের সাথে ২৮৩ রানের উদ্বোধনী জুটি। জয়সওয়ালের পর পেসার খালেদ আহমেদের শিকার ইশ্বরনও। ২৫৫ বলে ১১ চার ১ ছক্কায় ১৪২ রান তার নামের পাশে।

তিন নম্বরে নামা ইয়াশ ধুল অবশ্য ২০ রানের বেশি করতে পারেননি। তাকে উইকেটের পেছনে জাকের আলি অনিকের ক্যাচে পরিণত করেন খালেদ।

চা বিরতির সময় ভারত ‘এ’ দলের সংগ্রহ ৩ উইকেটে ৩২৫। তিলক ভার্মা ৬ ও সরফরাজ আহমেদ কোনো রান না করে অপরাজিত ছিলেন। ইতোমধ্যে লিড ২১৩ রানের।

৯৭ প্রতিবেদক

Read Previous

সাদা পোশাকে জুনিয়র চন্দরপলের পথচলা শুরু

Read Next

রাওয়ালপিন্ডিতে লিভিংস্টোনের নতুন সূর্যোদয়

Total
0
Share