

মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ডাক (৭ বলে ০) দিয়ে শুরু, ২য় ইনিংসে ১৫ বলে ৬। টেস্ট অভিষেকটা মাহমুদুল হাসান জয়ের হয়েছিল ভুলে যাবার মতই। তবে দ্বিতীয় টেস্টেই ঘুরে দাঁড়ানো। মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের কিউই বধের ম্যাচে প্রথম ইনিংসে ২২৮ বলে ৭৮ রানের ইনিংস।
ইনজুরিতে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা হয়নি জয়ের। ফেরেন ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে। সেখানে ৩২৬ বলে ১৩৭ রানের ইনিংস খেলে প্রশংসা বন্যায় ভাসতে থাকেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য জয়।
তবে এরপর থেকেই তার পারফরম্যান্স গ্রাফ নিম্নমুখী। ঐ ইনিংসের পর ১০ ইনিংস ব্যাট করলেও সেখানে ফিফটি কেবল ১ টি। ৪ বার আউট হয়েছেন কোন রান না করে। ৫ বার ডাবল ডিজিটের রান করলেও ১৫ পার করেন কেবল ২ বার।
শুধু আন্তর্জাতিক অঙ্গনেই নয়। প্রথম শ্রেণি ও লিস্ট এ ক্রিকেটেও রান করতে যুদ্ধ করতে হচ্ছে জয়কে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলা সর্বশেষ ৯ ম্যাচের ১১ ইনিংসে ব্যাট করে দুই অঙ্ক ছুয়েছেন ৫ বার। তার রান যথাক্রমে- ০, ১৭, ৪, ১১, ৭, ৩০, ৭৩, ১, ৪৭, ৬, ১।
আজ কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত এ দলের বিপক্ষে চারদিনের ম্যাচে ৯ বল খেলে করতে পেরেছেন ১ রান। নবদ্বীপ সাইনির বলে বোল্ড হওয়া জয় যেনো রান করতেই ভুলে গেছেন।