

২৬ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ ‘এ’ দলকে ১০০ পেরোনো সংগ্রহ এনে দেন মোসাদ্দেক হোসেন সৈকত। তার ৬৩ রানে ভর করে কক্সবাজারে ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম ইনিংসে ১১২ রানে অলআউট হয় স্বাগতিকরা। জবাব দিতে নেমে দারুণ শুরু ভারত ”এ দলের।
৫ উইকেটে ৫৬ রান নিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ ‘এ’ দল। ২৯ রানে অপরাজিত ছিলেন মোসাদ্দেক হোসেন।
লাঞ্চের পরও দলকে একাই টেনেছেন মোসাদ্দেক। তবে অন্য প্রান্তে পাননি যোগ্য সঙ্গী। ৫৪ বলে ৬ চার ২ ছক্কায় ফিফটি ছুঁয়ে নিজেও অবশ্য বেশি দূর যেতে পারেননি।
৮৮ বলে ৬ চার ৩ ছক্কায় ৬৩ রান করে ৮ম ব্যাটার হিসেবে ফেরেন সাজঘরে। লাঞ্চের পর বল হাতে ঝলক দেখান সৌরভ কুমার। লাঞ্চের আগে কোনো উইকেট না পাওয়া সৌরভ দ্বিতীয় সেশনে নে ৪ উইকেট।
আর তাতেই মোসাদ্দেকের ফিফটির পরও ১১২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল। তাইজুল ইসলামের ব্যাট থেকে আসে ১২ রান।
২৩ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট সৌরভের। নবদ্বীপ সাইনি ২১ রানে নেন ৩ উইকেট। ২৫ রানে ২ টি মুকেশ কুমারের নামের পাশে।
বাংলাদেশ ‘এ’ দল অলআউট হতেই চা বিরতিতে যায় দুই দল।
চা বিরতির পর দারুণ শুরু ভারত ‘এ’ দলের ইনিংসে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে সংগ্রহ বিনা উইকেটে ৩৫ রান। ১৬ রানে যশস্বী জয়সওয়াল ও ১২ রানে অপরাজিত আছেন অভিমন্য ইশ্বরন।