

রমিজ রাজা তার বাবার পদমর্যাদার কারণে স্লিপে ফিল্ডিং করতেন’: ওয়াসিম আকরামের আরেকটি বিস্ফোরক দাবি সামনে এসেছে। মাঠের বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে ফিল্ডিংয়ের সময় তাকে কষ্ট করতে হয়নি। জেনুইন স্লিপ ফিল্ডার না হলেও রমিজ মাঠে সুবিধা পেয়েছেন।
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আকরামের “সুলতান: আ মেমোয়ার” শিরোনামে প্রকাশিত হওয়া আত্মজীবনীর সর্বশেষ উদ্ধৃতিতে, স্পিডস্টার বলেছেন যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান চেয়ারম্যান এবং তার সতীর্থ রমিজ রাজা তার বাবার খ্যাতির কারণে মাঠে নানা সময়ে উপকৃত হয়েছেন।
আকরাম নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচের কথা স্মরণ করেন যেখানে রাজা অগ্রাধিকারমূলক আচরণ করেছিল কারণ তার বাবা একজন পুলিশ কমিশনার ছিলেন। তবে সুবিধা পেলেও রাজার পারফরম্যান্স সমতুল্য ছিল না।
‘পরের দিন প্রথম ওভার বল করেন স্থানীয় পেসার আসিফ ফরিদি; নতুন বলে আমি আমার চতুর্থ ওভারে ছিলাম যখন নিউজিল্যান্ডের অধিনায়ক জন রাইট দ্বিতীয় স্লিপে রামিজকে ক্যাচ তুলেন। রমিজ স্লিপে ছিলেন পদমর্যাদার কারণে, কারণ তার বাবা একজন কমিশনার ছিলেন এবং তিনি আইতসিসন কলেজে পড়তেন।’
আকরাম তার বইটিতে লিখেছেন, ‘তিনি [রাজা] যতটা না ক্যাচ ধরছিলেন, তার চেয়ে বেশি ড্রপ করেছেন।’