

দুইটি চারদিনের ম্যাচ খেলতে ভারত ‘এ’ দল এখন বাংলাদেশে। কক্সবাজারে আজ থেকে শুরু হয়েছে প্রথম চার দিনের ম্যাচ। বাংলাদেশ ‘এ’ দলকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে ভালোই চেপে ধরেছে সফরকারীরা।
মুকেশ কুমার, নবদ্বীপ সাইনিদের পেস বোলিং তোপে ৫ উইকেটে ৫৬ রান তুলে লাঞ্চে যায় বাংলাদেশ ‘এ’। মোসাদ্দেক হোসেন ২৯ রানে অপরাজিত আছেন।
ওপেনার মাহমুদুল হাসান জয়ের অফ ফর্ম যেন কাটছেই না। নবদ্বীপ সাইনির বলে বোল্ড হয়ে ১ রানেই থেমেছেন আজ। আরেক ওপেনার জাকির হাসানকে কোনো রানই করতে দেননি মুকেশ কুমার।
মুকেশের দ্বিতীয় শিকার হয়ে মুমিনুল হক ৪ রান করেই বোল্ড হয়েছে। খানিক আশা দেখিয়েও ব্যর্থ নাজমুল হোসেন শান্ত। ৩৪ বলে ১৯ রানে থামেন নবদ্বীপ সাইনির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।
অধিনায়ক মোহাম্মদ মিঠুন আতিত শেঠের বলের বোল্ড হন কোনো রান না করেই। ২৬ রানেই ৫ উইকেট হারায় স্বাগতিকরা। আউট হওয়া প্রথম ৫ জনের ৩ জনই ফিরেছেন খালি হাতে।
View this post on Instagram
অমন শুরুর পর যখন আরও বাজে কিছু অপেক্ষা করছে তখন অবশ্য হাল ধরেছেন মোসাদ্দেক। জাকের আলিকে নিয়ে ৩০ রানের জুটি গড়েছেন, যেখানে ২৯ রানই এসেছে তার ব্যাট থেকে।
লাঞ্চের আগে দলের রান ৫ উইকেটে ৫৬, মোসাদ্দেক অপরাজিত ২৯ বলে ৩ চার ২ ছক্কায় ২৯ রানে।