

১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার ৩ ম্যাচের টেস্ট সিরিজ। ইতোমধ্যে পাকিস্তানে পৌছে গেছে ইংল্যান্ড দল। পাকিস্তান পৌছেই পাকিস্তানবাসীর মন জয় করে নিয়েছেন ইংল্যান্ড টেস্ট দলপতি বেন স্টোকস।
এক টুইট বার্তায় বেন স্টোকস জানিয়েছেন তিনি এই সিরিজ থেকে ম্যাচ ফি’র বরাতে যে অর্থ পেতেন তা তিনি পাকিস্তান ফুড আপিলে দান করবেন।
I’m donating my match fees from this Test series to the Pakistan Flood appeal ❤️???????? pic.twitter.com/BgvY0VQ2GG
— Ben Stokes (@benstokes38) November 28, 2022
বেন স্টোকসের এমন সিদ্ধান্তে আপ্লুত পাকিস্তানিরা। সেদেশে টুইটার জুড়ে চলছে বেন স্টোকস বন্দনা।