বোলিংয়ে উজ্জ্বল সাকিব, আজও জেতেনি তার দল

featured photo updated v 23
Vinkmag ad

জয় দিয়ে আসর শুরু করা বাংলা টাইগার্স টানা তিন ম্যাচে দেখল হার। নর্দান ওয়ারিয়র্স সাকিব আল হাসানের দলের বিপক্ষে পেয়েছে ৬ উইকেটের বড় জয়। রোভম্যান পাওয়েলের ব্যাটিং দাপটের সামনে ম্লান হয়ে গেল সাকিবের দুই উইকেট।

টি-টেনের ১২তম ম্যাচে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব। হযরতউল্লাহ জাজাই ও জো ক্লার্কের ব্যাটে দুর্দান্ত শুরু। তবে ৬৪ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গে ব্যক্তিগত ২৪ রানে ক্লার্কের বিদায়ে। পরের ওভারে বোল্ড হন জাজাই। ফেরার আগে ২১ বলে করেন ৩৭।

তিনে নামা ইফতিখার করেন ৩। ২ রানের বেশি পাননি বেন কাটিং। এভিন লুইস ১৫ বল খেলে ৩৮ রানে অপরাজিত থাকেন। ৪ উইকেট হারিয়ে ১১৭ রানে থামে বাংলা টাইগার্সের ইনিংস।

বল হাতে ইনিংসের প্রথম ওভারেই সাকিবের স্পিন জাদু। ১ রানে স্টাম্পড হন অ্যাডাম লিথ। আরেক ওপেনার কেনার লুইসও সাকিবের শিকার। নর্দানের দুই উইকেটের দু’টিই সাকিবের ঝুলিতে, খরচ করেন ২০ রান।

এরপর শুরু হয় রোভম্যান শো। বাংলা টাইগার্সের বাকি বোলারদের ধ্বংসস্তূপে পরিণত করে ফেলেন রোভম্যান পাওয়েল। প্রথম ম্যাচে সাফল্য পাননি মোহাম্মদ আমির। অধিনায়কোচিত এক ইনিংসে দলকে একা হাতে টেনে নিয়ে যান জয়ের বন্দরে। মাঝে ১১ বলে ১৮ করেন শেরফানে রাদারফোর্ড।

অধিনায়ক রোভম্যান শেষপর্যন্ত তান্ডব চালিয়ে দলকে জেতান ৬ উইকেটে। ২৮ বল খেলে অপরাজিত থাকে ৭৬ রানে। ৯ ছয় ও ১ চারে সাজান এই ইনিংস।

টানা তিন হারের ফলে পয়েন্ট টেবিলের তলানিতে জায়গা হল বাংলা টাইগার্সের।

৯৭ ডেস্ক

Read Previous

রাব্বি-রিয়াদের ভীত কাজে লাগিয়ে আকবর-শামীমের দারুণ ব্যাটিং

Read Next

ফিনিশ করতে পারলেন না নাসির, জিতল নর্থ জোন

Total
0
Share