

হ্যামিল্টনে বৃষ্টিতে ভেসে গেল নিউজিল্যান্ড-ভারত সিরিজের দ্বিতীয় ওয়ানডে। বৃষ্টির কারণে ইনিংস নেমে আসে ২৯ ওভারে। ১২.৫ ওভারে ১ উইকেটে ভারতের রান যখন ৮৯ তখন ফের শুরু হয় বৃষ্টি। শেষপর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা।
সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের সুবাদে ১-০’তে লিডে স্বাগতিকরা। ৩০শে নভেম্বর শেষ ওয়ানডে ক্রাইস্টচার্চে।
আজ হ্যামিল্টনের সেডন পার্কে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। বৃষ্টির কারণে ম্যাচটি প্রথমে ২৯ ওভারে নেমে আসে। কিন্তু টানা বর্ষণের কারণে প্রথম ইনিংসের অর্ধেকও শেষ হয়নি।
ইনিংসের ৬ষ্ঠ ওভারেই অধিনায়ক শিখর ধাওয়ানের উইকেট হারায় ভারত। ম্যাট হেনরির বলে ক্যাচ তুলার আগে করেন কেবল ৩। এরপর শুভমান গিলের সঙ্গে সুরিয়াকুমার যাদবের অনবদ্য ৬৬ রানের জুটি। ৪২ বলে ৪৫ রান করে ক্রিজে ছিলেন গিল এবং ২৫ বলে ৩৪ রান করেন সুরিয়াকুমার যাদব।
বৃষ্টিরর আগে ভারত করে ১২.৫ ওভারে এক উইকেটে ৮৯ রান। এরপর আর খেলা শুরু হয়নি। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ার পরে নিউজিল্যান্ড এগিয়ে রইল সিরিজে।