

টি-টেনের উদ্বোধনী ম্যাচে জয়ের পর টানা দুই হার দেখল সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। বল হাতে ১ উইকেট দখলে নিলেও ব্যাট হাতে জ্বলে ওঠতে পারেননি সাকিব। চেন্নাই ব্রেভসের কাছে বাংলা টাইগার্স হেরেছে ৩৩ রানে। অভিষেক রাঙাতে পারেননি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। অলরাউন্ড পারফর্মেন্সে ম্যাচ সেরা ব্রেভসের কার্লোস ব্র্যাথওয়েট।
চলমান টি-টেন লিগের অষ্টম ম্যাচে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে সিকান্দার রাজার নেতৃত্বাধীন চেন্নাই ব্রেভস। নির্ধারিত ওভারে ৬ উইকেট খুইয়ে স্কোরবোর্ডে জমা করে ১২৬ রান। শুরুর ওভারেই রান আউটে কাটা পড়েন অ্যাডাম রসিংটন (৩)।
তিনে নামা মাইকেল পেপারকে (১৩) নিজের প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফেরান সাকিব। আরেক ওপেনার ডেভিড মালানের ব্যাট থেকে আসে ১৫ বলে ২৭ রান। সিকান্দার রাজা পাননি ১০ রানের বেশি।
এদিন ব্যাট হাতে তান্ডব চালান ক্যারিবীয় তারকা কার্লোস ব্র্যাথওয়েট। দলের সংগ্রহ শতরান ছাড়িয়ে নেওয়ার কাজটা করেন ব্র্যাথওয়েট। শেষপর্যন্ত ১৯ বলে ৪ চার ও ৩ ছয়ের সাহায্যে ৪৪ রানে অপরাজিত থাকেন ব্র্যাথওয়েট।
বল হাতে সাকিব আল হাসান দুই ওভারে ২৩ রান খরচায় দখলে নেন ১টি উইকেট। এদিন বাংলা টাইগার্সের জার্সিতে টি-টেনে অভিষেক হওয়া টাইগার পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী থাকেন উইকেটশূন্য, বিপরীতে ২ ওভারে খরচ করেন ৩১ রান।
লক্ষ্য তাড়ায় নেমে ৯৩ রান করতেই গুটিয়ে যায় বাংল টাইগার্স। স্কোরবোর্ডে রান যোগ হওয়ার আগেই বাউন্ডারি লাইনে দুর্দান্ত এক ক্যাচের শিকার হন হযরতউল্লাহ জাজাই। শূন্য রানে ফেরেন জাজাই, এভিন লুইস করেন ৩।
তিনে নামা পাক তারকা ব্যাটার ইফতিখার আহমেদ খেলেন ঝড়ো ইনিংস। তবে দুর্ভাগ্যজনকভাবে রান আউটে কাটা পড়ে ৪৯ রানে বিদায় নিতে হয় তাকে। ২০ বলে ৫ ছয় ও ২ চারের সাহায্যে সাজান এই ইনিংস। মাঝে কলিন মুনরোর ব্যাট থেকে আসে ১৫ রান।
ডাক হয়েছেন বেন কাটিং। ৪ বলে ৪ করেন বেনি হাওয়েল। অধিনায়ক সাকিব আল হাসান ১৪ বলে ১৫ করে নিয়েছেন বিদায়। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ওভারের এক বল আগে ৯৩ রানে থামে বাংলা টাইগার্সের ইনিংস। আর তাতেই চেন্নাই ব্রেভস পেল ৩৩ রানের রোমাঞ্চকর জয়।
ব্যাট হাতে দাপট দেখানোর পর বোলিংয়েও দুর্দান্ত কার্লোস ব্র্যাথওয়েট। মাত্র ৩ রান খরচায় এই পেসার দখলে নেন ৪ উইকেট।