

ভারত ‘এ’-এর বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করা হয়েছে। ‘এ’ দলের নিয়মিত অধিনায়ক মিঠুনের কাঁধেই ওঠেছে নেতৃত্বভার। আছেন শান্ত, মুমিনুল, সাদমান, জয়রা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ডে টু’তে ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচের জন্য ১৪ সদস্যের ‘এ’ দল ঘোষণা করেছে।
ওয়ানডে স্কোয়াডে থাকা ব্যাটার নাজমুল হোসেন শান্ত ডাক পেয়েছেন ‘এ’ দলের হয়ে খেলার জন্য। তবে জায়গা হয়নি সাইফ হাসান, মুকিদুল ইসলাম ও এনামুল হকের।
প্রথম চার দিনের ম্যাচটি শুরু হবে ২৯ নভেম্বর, কক্সবাজারে।
বাংলাদেশ ‘এ’ দল:
মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক সৌরভ, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকির আলি অনিক (উইকেটকিপার), নাইম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, রেজাউর রহমান রাজা, সৈয়দ খালেদ আহমেদ এবং সুমন খান।
বাংলাদেশ সফরে ভারত ‘এ’ দল:
অভিমন্যু ঈশ্বরন, রোহান কুন্নুম্মাল, ইয়াশভি জয়সওয়াল, ইয়াশ ঢুল, সরফরাজ খান, তিলক বর্মা, উপেন্দ্র যাদব, সৌরভ কুমার, শ্রীকর ভরত, রাহুল চাহার, জয়ন্ত যাদব, মুকেশ কুমার, নবদীপ সাইনি, অতীত শেঠ, চেতেশ্বর পূজারা ও উমেশ যাদব।