

শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) এর আসন্ন আসরের জন্য ৫ দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে।
৫ দল কলম্বো স্টার্স, অরা ডাম্বুলা, গল গ্ল্যাডিয়েটর্স, জাফনা কিংস ও ক্যান্ডি ফ্যালকন্স কয়েক মাস আগে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে শক্ত স্কোয়াড গুছিয়েছিল। তবে টুর্নামেন্টের সূচি বদলের কারণে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের লাইন আপে বদল এনেছে।
চলতি বছরের ৬ ডিসেম্বর এলপিএলের ৩য় আসর শুরু হবে। খেলা হবে ৩ ভেন্যু হাম্বানটোটা, ক্যান্ডি ও কলম্বোতে।
এলপিএল সিজন ৩ এ যেমন হল ৫ দল-
কলম্বো স্টার্স-
বেনি হাওয়েল, অ্যাঞ্জেলো ম্যাথুস, রোমারিও শেফার্ড, চারিথ আসালাঙ্কা, ডমিনিক ড্রেকস, রবি বোপারা, নাভিন উল হক, নিরোশান ডিকওয়েলা, ধনঞ্জয়া লাকশান, দীনেশ চান্দিমাল, করিম জানাত, সেকুগে প্রসন্ন, জেফ্রি ভ্যান্ডারসে, নিশান মাদুশঙ্কা, মুদিতা লাকশান, লাকসিথা মানসিংহে, কেভিন কোট্টিগোডা, চতুরঙ্গ কুমারা, নাভোদ পারানাভিতানা, চামোদ বাত্তাগে, সুরাঙ্গা লাকমাল, কাসুন রাজিথা।
অরা ডাম্বুলা-
সিকান্দার রাজা, দাসুন শানাকা, নুর আহমেদ, ভানুকা রাজাপাকশে, টম অ্যাবেল, জর্ডন কক্স, হায়দার আলি, লাহিরু কুমারা, রমেশ মেন্ডিস, চতুরঙ্গ ডি সিলভা, পল ভ্যান মেকেরেন, প্রমোদ মাদুশান, লাসিথ ক্রসপুল, থারিন্দু রত্নায়েকে, কালানা পেরেরা, দিলুম সুদিরা, সাচিথা জয়াতিলকা, দুশান হেমন্ত, শেভন ড্যানিয়েল, রাভিন্দু ফার্নান্দো, লাহিরু মাদুশঙ্কা, চামিন্দু বিক্রমাসিংহে।
গল গ্ল্যাডিয়েটর্স-
ইমাদ ওয়াসিম, কুশল মেন্ডিস, ইফতিখার আহমেদ, কুশল জেনিত পেরেরা, মোহাম্মদ হাসনাইন, সরফরাজ আহমেদ, আজম খান, নুয়ান প্রদীপ, লাকশান সান্দাকান, নুয়ান থুশারা, আনোয়ার আলি, নুয়ানিন্দু ফার্নান্দো, নিমেশ ভিমুক্তি, পুলিনা থারাঙ্গা, মবিন সুবাসিংহে, নিপুন মালিঙ্গা, সাচিন্দু কলম্বাগে, লাকশান গামাগে, থারিন্দু কৌশল, সাম্মু আশান।
জাফনা কিংস-
জিমি নিশাম, থিসারা পেরেরা, টম কোহলার-ক্যাডমোর, ধনঞ্জয়া ডি সিলভা, শোয়েব মালিক, জেমস ফুলার, রহমানউল্লাহ গুরবাজ, মাহিশ থিকশানা, বিনুরা ফার্নান্দো, দুনিথ ওয়েল্লালাগে, ওয়াকার সালামকিল, সুমিন্দা লাকশান, সাদিরা সামারাবিক্রমা, দিলশান মাদুশঙ্কা, নিপুন ধনঞ্জয়া, বিজয়কান্ত বিশাকনাথ, থিসান ভিতুশান, থিভেন্দ্রাম দিনোশান, আশান রান্দিকা, আভিষ্কা ফার্নান্দো, আসিথা ফার্নান্দো।
ক্যান্ডি ফ্যালকন্স-
কার্লোস ব্র্যাথওয়েট, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ফ্যাবিয়ান অ্যালেন, চামিকা করুনারত্নে, আন্দ্রে ফ্লেচার, ওশানে থমাস, ইসুরু উদানা, মাথিশা পাথিরানা, আসেন বান্দারা, নাজিবউল্লাহ জাদরান, আসান প্রিয়ঞ্জন, মিনোদ ভানুকা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা পেরেরা, আশিয়ান দানিয়েল, মালিন্দা পুষ্পাকুমারা, জানিত লিয়াঙ্গে, লাসিথ আবেরাত্নে, কেভিন বান্দারা, পাথুম নিসাঙ্কা, চামিন্দু বিজেসিংহে।