

শ্রীলঙ্কার মারকুটে ব্যাটার ভানুকা রাজাপাকশে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনি শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) অনুরোধ করেছেন যেনো তাকে ওয়ানডে থেকে বিশ্রাম দেওয়া হয়।
In the meantime, Bhanuka Rajapaksa has requested that Sri Lanka Cricket release him from the current squad, as he wants to take a break from ODI cricket.
Accordingly, Rajapaksa will be released from the squad. https://t.co/Y1AA9a8dMU— Sri Lanka Cricket ???????? (@OfficialSLC) November 24, 2022
শুরুতে ১৬ ক্রিকেটারের স্কোয়াড ঘোষণা করেছিল আফগানিস্তান। তবে স্কোয়াড ঘোষণার পর ভানুকা রাজাপাকশে শ্রীলঙ্কা ক্রিকেটকে অনুরোধ করেন যেনো তাকে স্কোয়াড থেকে সরিয়ে দেওয়া হয়। কারণ ৫০ ওভার ক্রিকেট থেকে তিনি বিশ্রাম চান।
ভানুকা রাজাপাকশের আবদার মেনে তাকে বিশ্রাম দেয়।
৩১ বছর বয়সী ভানুকা রাজাপাকশে শ্রীলঙ্কার হয়ে ৫ ওয়ানডে, ৩৫ টি-টোয়েন্টি খেলেছেন। রান করেছেন যথাক্রমে ৮৯ ও ৬৬৬।
শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড:
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, দিনেশ চান্দিমাল, কুসল মেন্ডিস, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুনিথ ওয়েললাগে, ধনঞ্জয়া লাকসান, কাসুন রাজিথা, মাহেশ থিকশানা, প্রমোদ মাদুশান, আসিথা ফার্নান্দো, আশেন বান্দারা এবং লাহিরু কুমারা।