বিকেএসপিতে অন্যদের হাঁসফাঁস, মিঠুনের দাপুটে সেঞ্চুরি

মোহাম্মদ মিঠুন
Vinkmag ad

চলমান বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এর ওয়ানডে ভার্সনে তেমন রানের দেখা মিলছে না। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর দুই মাঠে বোলারদের দাপটে ব্যাটাররা কার্যত হাঁসফাঁস করছে। তবে আজ (২৪ নভেম্বর) বিসিবি সেন্ট্রাল জোন অধিনায়ক মোহাম্মদ মিঠুন খেললেন অপরাজিত ১২১ রানের ইনিংস।

বিসিবি নর্থ জোনের বিপক্ষে বিকেএসপির ৩ নম্বর গ্রাউন্ডে ১১৪ বলে ১০ চার ও ৬ ছয়ে ১২১ রান করে অপরাজিত থাকেন মিঠুন। তার এমন ইনিংসের পরও দল ৫০ ওভারে থেমেছে ৮ উইকেটে ২২৮ রানে।

মিঠুন ছাড়া আর কেউই ২০ ছুতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ (১৮*) রান ১০ নম্বরে নামা হাসান মাহমুদের। নাজমুল হোসেন শান্ত ও জাকের আলি অনিক ১৫ রান করে, আব্দুল মজিদ ১৪ ও সৌম্য সরকার ১১ রান করেন। ১০ বল খেলেও রানের খাতা খুলতে ব্যর্থ মুমিনুল হক।

বিসিবি নর্থ জোনের হয়ে ২ টি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন, শফিকুল ইসলাম ও সৈকত আলি। ১ টি করে শিকার রিপন মন্ডল ও রাকিবুল হাসানের।

বিকেএসপির ৪ নম্বর মাঠে বিসিবি সাউথ জোনের বিপক্ষে ৫০ ওভার ব্যাট করে ১৭০ রানে গুটিয়ে গেছে ইসলামী ব্যাংক ইস্ট জোন। এই ম্যাচ ইস্ট জোনের পক্ষে খেলেননি তামিম ইকবাল।

অধিনায়ক মুশফিকুর রহিম দেখা পান ফিফটির। ১১১ বল খেলে ৪ চার ও ১ ছয়ে ৬৮ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে ৯ নম্বরে নামা রেজাউর রহমান রাজার ব্যাটে।

ইস্ট জোনকে গুটিয়ে দিতে ৪ উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি। ২ উইকেট নেন জিয়াউর রহমা, ১ টি করে শিকার শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও আরাফাত সানির।

৯৭ ডেস্ক

Read Previous

দায়ালের সর্বনাশে বাংলাদেশে আসছেন সেন

Read Next

মুশফিকের বৃথা লড়াই, নাইম শেখের ম্যাচ জেতানো ইনিংস

Total
43
Share