দায়ালের সর্বনাশে বাংলাদেশে আসছেন সেন

featured photo updated v 20
Vinkmag ad

ভারতের উত্তরপ্রদেশের বাঁহাতি পেসার ইয়াশ দায়াল পিঠের সমস্যার কারণে বাংলাদেশ সফরের ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছেন। তার স্থলাভিষিক্ত হবেন মধ্যপ্রদেশের ফাস্ট বোলার কুলদীপ সেন।

শুক্রবার অকল্যান্ডে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য কুলদীপ এবং শাহবাজ দুজনেরই নিউজিল্যান্ডে যাওয়ার কথা ছিল। এখন, তারা সেই সিরিজ মিস করবেন এবং পরিবর্তে বাংলাদেশ সফর করবে।

সেন চলমান বিজয় হাজারে ট্রফির গ্রুপ পর্ব পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি, পাঞ্জাবের বিরুদ্ধে ৩৬ রানে ৫ উইকেটের সেরা সহ ছয়টি খেলায় মোট ১৮ উইকেট নিয়েছেন।

৩ ওয়ানডে ও ২ টেস্ট খেলতে ডিসেম্বরে বাংলাদেশে আসবে ভারত।

৪ ও ৭ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম দুই ওয়ানডে, ১০ ডিসেম্বর শেষ ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৪ তারিখ থেকে শুরু হতে যাওয়া ১ম টেস্ট মাঠে গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২২ তারিখ শুরু হবে ২য় টেস্ট, শেষ টেস্ট খেলতে চট্টগ্রাম থেকে মিরপুরে ফিরবে দুই দল।

বাংলাদেশের বিপক্ষে ভারতের ওয়ানডে স্কোয়াড-

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, ভিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশাব পান্ট (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর, মোহাম্মদ শামি মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, শাহবাজ আহমেদ ও কুলদীপ সেন।

৯৭ ডেস্ক

Read Previous

ভয়াবহ এক রাতের সাক্ষী মুস্তাফিজ, হেরেছে তার দল

Read Next

বিকেএসপিতে অন্যদের হাঁসফাঁস, মিঠুনের দাপুটে সেঞ্চুরি

Total
3
Share