

৬ষ্ঠ টি-টেন লিগের উদ্বোধনী ম্যাচে একমাত্র বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স ১৯ রানে হারালো নিউইয়র্ক স্ট্রাইকার্সকে। ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান, আর তাতেই জিতেছে তার দল।
আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স। ইনিংসের দ্বিতীয় ওভারেই নিউইয়র্ক স্ট্রাইকার্সের পেসার ওয়াহাব রিয়াজ বিদায় করেন দুই ব্যাটারকে। ১০ রানের বেশি পাননি ওপেনার হযরতউল্লাহ জাজাই, গোল্ডেন ডাকের স্বাদ পেয়েছেন জো ক্লার্ক।
আরেক ওপেনার এভিন লুইস ব্যাটে তুললেন ঝড়। তাকে সঙ্গ দেন কলিন মুনরো। ফেরার আগে ১৭ বলে ৩০ রান করেন মুনরো। মারকুটে ব্যাটিংয়ে ফিফটি হাঁকিয়ে এভিন লুইস আউট হন ব্যক্তিগত ৫৮ রানে। ২২ বলে ৭ ছয় ও ২ চারে সাজানো তার এই ইনিংস।
শেষদিকে সাকিব আল হাসান ৬ বল খেলে ১ ছয় ও ১ চারে অপরাজিত থাকেন ১৪ রানে। বেনি কাটিং করেন ১১ রান। ৫ উইকেট হারিয়ে বাংলা টাইগার্সের ইনিংস থামে ১৩১ রানে।
লক্ষ্য তাড়ায় নেমে সাকিব আল হাসানের প্রথম ওভারেই উইকেট হারান মোহাম্মদ ওয়াসিম, ফেরেন রানের খাতা না খুলতে পেরেই। ওভারে মাত্র ৩ রান খরচায় এক উইকেট দখলে নেন অধিনায়ক সাকিব। তিনে নামা আজম খান তুলেছেন ঝড়! সাকিব নিজের দ্বিতীয় ওভারেও দুর্দান্ত, রান দেন কেবল ৪।
Bangla Tigers captain started well as his team won the first match vs New York Strikers #BanglaTigers #AbuDhabiT10 #LetsGoHunt pic.twitter.com/9cpiLPUVCT
— Cricket97 (@cricket97bd) November 23, 2022
ভয়ংকর হয়ে ওঠা আজম খানকে ফেরালেন বেনি হাওয়েল। ১৩ বলে খেলেন ৩৪ রানের ইনিংস। ৪ বলে ৭ রান করতেই আউট এউইন মরগান। অধিনায়ক কাইরন পোলার্ড ছাড়া আর কেউ দুই অংকের ঘরেই পৌঁছাতে পারেননি।
পোলার্ড ১৯ বলে ৪৫ রানের ক্যামিও ইনিংস খেলেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি। ৮ উইকেট হারিয়ে ১১২ রানে থামে নিউইয়র্ক স্ট্রাইকার্সের ইনিংস। ১৯ রানের রোমাঞ্চকর জয়ে আসর শুরু বাংলা টাইগার্সের।