‘এ’ দলের হয়ে আগেই বাংলাদেশে আসছেন পুজারা-উমেশ

এবাদত হোসেন চেতেশ্বর পুজারা
Vinkmag ad

১ ডিসেম্বর বাংলাদেশের আসছে ভারত জাতীয় দল। সফরে তিন ওয়ানডের সাথে থাকছে দুই টেস্ট। তার আগে ২৫ নভেম্বর দুইটি চার দিনের ম্যাচ খেলতে আসছে ভারত ‘এ’ দল। যে স্কোয়াডে আছেন টেস্ট দলের দুই ক্রিকেটার চেতেশ্বর পুজারা ও উমেশ যাদব।

ভারত ‘এ’ দলের হয়ে বাংলাদেশে আসছেন অভিমন্যু ইশ্বরান, ইয়াশ ধুল, সরফরাজ খান, তিলক ভার্মা, নবদ্বীপ সাইনি, উপেন্দ্র যাদব, রাহুল চাহার, মুকেশ কুমাররা।

২৫ নভেম্বর বাংলাদেশে এসে সরাসরি কক্সবাজার চলে যাবে ভারত ‘এ’ দল। ২৬ থেকে ২৯ নভেম্বর চলবে অনুশীলন। এরপর কক্সবাজারে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে মুখোমুখি হবে।

ম্যাচ শেষে ৩ ডিসেম্বর সিলেটের উদ্দেশে রওয়ানা দিবে দুই দল। যেখানে ৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় চারদিনের ম্যাচ শুরু হবে।

১০ ডিসেম্বর স্কোয়াডের বাকিরা দেশে ফিরলে রয়ে যাবেন ব্যাটার চেতেশ্বর পুজারা ও পেসার উমেশ যাদব। তারা যোগ দিবেন ভারত জাতীয় দলের টেস্ট স্কোয়াডের সাথে।

৪, ৭ ও ১০ ডিসেম্বর তিনটি ওয়ানডে খেলে ১৪ ডিসেম্বর প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর।

সিরিজের প্রথম দুই ওয়ানডে ও দ্বিতীয় টেস্ট ঢাকায় এবং তৃতীয় ওয়ানডে ও প্রথম টেস্ট চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

৯৭ প্রতিবেদক

Read Previous

আন্তর্জাতিক এজেন্সির বিপিএল লোগোও বিতর্কিত

Read Next

ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব, বাংলা টাইগার্সের জয়

Total
0
Share