

ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা বাংলাদেশে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না। সেপ্টেম্বরে করা হাঁটুর অস্ত্রোপচার থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি জাদেজা।
জাদেজাকে বাংলাদেশ সফরের জন্য ওডিআই এবং টেস্ট উভয় দলেই নেওয়া হয়েছিল। কিন্তু ফিটনেস ইস্যুতে ৪, ৭ এবং ১০ ডিসেম্বরে নির্ধারিত সীমিত ওভারের খেলাগুলি মিস করবেন।
মিরপুরে ৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজের জন্য জাদেজার বদলি হিসেবে বেঙ্গল অলরাউন্ডার শাহবাজ আহমেদকে নেওয়া হয়েছে। গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম ওয়ানডেতে তার আন্তর্জাতিক অভিষেক হয়।
#TeamIndia for Bangladesh ODIs: Rohit Sharma(C), KL Rahul (VC), Shikhar Dhawan, Virat Kohli, Rajat Patidar, Shreyas Iyer, Rahul Tripathi, R Pant (WK), Ishan Kishan (WK), Shahbaz Ahmed, Axar Patel, W Sundar, Shardul Thakur, Mohd. Shami, Mohd. Siraj, Deepak Chahar, Kuldeep Sen.
— BCCI (@BCCI) November 23, 2022
বর্তমানে নিউজিল্যান্ডে তিন ম্যাচের সিরিজের জন্য ভারতের ওয়ানডে দলের অংশ শাহবাজ। চলমান বিজয় হাজারে ট্রফিতেও দুর্দান্ত ফর্মে ছিলেন, ছয় ম্যাচে দখলে নেন মোট ১১উইকেট। লোয়ার ডাউন অর্ডারে ব্যাট হাতে পেয়েছেন দুই হাফ সেঞ্চুরি।
পরবর্তীতে দুই টেস্টের সিরিজের জন্য যদি জাদেজা প্রস্তুত না হন, তাহলে সম্ভবত উত্তর প্রদেশের বাঁহাতি স্পিনার সৌরভ কুমারকে ভারতের টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হতে পারে।