

আজ (২৩ নভেম্বর) রাজধানীর এক পাঁচতারকা হোটেলে হচ্ছে বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ২০২৩ এর প্লেয়ার্স ড্রাফট। এই ড্রাফটের খুটিনাটি আপডেট এই লাইভ রিপোর্টে।
ড্রাফট শেষে ৭ দলঃ
ড্রাফট সেট ৮-
রংপুর রাইডার্স- পাস, পাস।
ফরচুন বরিশাল- পাস, পাস।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স- পাস, পাস।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স- পাস, পাস।
খুলনা টাইগার্স- পাস, পাস।
সিলেট স্ট্রাইকার্স- পাস, পাস।
ঢাকা ডমিনেটরস- উসমান গনি, সালমান ইরশাদ।
ড্রাফট সেট ৭- দল পাননি মোহাম্মদ আশরাফুল
প্লেয়ার্স ড্রাফটে ই ক্যাটাগরিতে থাকলেও দল পাননি মোহাম্মদ আশরাফুল। দেশি ক্রিকেটারদের জন্য ১২ বার ক্রিকেটার নির্বাচনের সুযোগ পায় দলগুলো।
ফরচুন বরিশাল- সালমান হোসেন, পাস।
রংপুর রাইডার্স- পাস, পাস।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স- মাহিদুল ইসলাম অঙ্কন, পাস।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স- পাস, পাস।
খুলনা টাইগার্স- মাহমুদুল হাসান জয়, পাস।
সিলেট স্ট্রাইকার্স- তানজিম হাসান সাকিব, পাস।
ঢাকা ডমিনেটরস- মিজানুর রহমান, দেলোয়ার হোসেন।
ড্রাফট সেট ৬ –
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স- ফরহাদ রেজা, তৌফিক খান তুষার।
ঢাকা ডমিনেটরস- আরিফুল হক, মুক্তার আলি।
খুলনা টাইগার্স- হাবিবুর রহমান সোহান, পাস।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স- নাইম হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ।
সিলেট স্ট্রাইকার্স- আকবর আলি, মোহাম্মদ শরিফউল্লাহ।
রংপুর রাইডার্স- রবিউল হক, আলাউদ্দিন বাবু।
ফরচুন বরিশাল- কাজী অনিক, সানজামুল ইসলাম।
ড্রাফট সেট ৫ –
কুমিল্লা ভিক্টোরিয়ান্স- সৈকত আলি, আবু হায়দার রনি।
ফরচুন বরিশাল- খালেদ আহমেদ, সাইফ হাসান।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স- তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহি।
খুলনা টাইগার্স- শফিকুল ইসলাম, প্রীতম কুমার।
সিলেট স্ট্রাইকার্স- জাকির হাসান, নাজমুল ইসলাম অপু।
রংপুর রাইডার্স- রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন।
ঢাকা ডমিনেটরস- অলক কাপালি, মনির হোসেন খান।
ড্রাফট সেট ৪ –
খুলনা টাইগার্স- দাসুন শানাকা, পল ভেন ম্যাকেরেন।
ঢাকা ডমিনেটরস– শান মাসুদ, আহমেদ শেহজাদ।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স- শন উইলিয়ামস, চ্যাডউইক ওয়ালটন।
ফরচুন বরিশাল- হায়দার আলি, চতুরঙ্গ ডি সিলভা।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স- ম্যাক্স ও’দাউদ, উন্মুক্ত চাঁদ।
রংপুর রাইডার্স- আজমতউল্লাহ ওমরজাই, অ্যারন জোন্স।
সিলেট স্ট্রাইকার্স- টম মুরস, গুলবেদিন নাইব।
ড্রাফট সেট ৩ –
কুমিল্লা ভিক্টোরিয়ান্স- আশিকুর জামান, জাকের আলি অনিক।
রংপুর রাইডার্স- শামীম হোসেন পাটোয়ারী, রিপন মন্ডল।
ফরচুন বরিশাল- কামরুল ইসলাম রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স- মেহেদী মারুফ, জিয়াউর রহমান।
ঢাকা ডমিনেটরস- নাসির হোসেন, আল আমিন হোসেন।
খুলনা টাইগার্স- মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান।
সিলেট স্ট্রাইকার্স- তৌহিদ হৃদয়, রুবেল হোসেন।
ড্রাফট সেট ২-
খুলনা টাইগার্স- নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স- তানভীর ইসলাম, ইমরুল কায়েস।
ঢাকা ডমিনেটরস- শরিফুল ইসলাম, আরাফাত সানি।
ফরচুন বরিশাল- ইবাদত হোসেন, এনামুল হক বিজয়।
রংপুর রাইডার্স- নাইম শেখ, রাকিবুল হাসান।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স- মেহেদী হাসান রানা, ইরফান শুক্কুর।
সিলেট স্ট্রাইকার্স- রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ।
ড্রাফট সেট ১-
কুমিল্লা ভিক্টোরিয়ান্স- লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত।
সিলেট স্ট্রাইকার্স- মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স- মৃত্যুঞ্জয় চৌধুরী, শুভাগত হোম।
ঢাকা ডমিনেটরস- মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার।
রংপুর রাইডার্স- মেহেদী হাসান, হাসান মাহমুদ।
ফরচুন বরিশাল- মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ।
খুলনা টাইগার্স- মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির আলি চৌধুরী রাব্বি।
ড্রাফটের আগে ডিরেক্ট সাইনিং-
সিলেট স্ট্রাইকার্স-
মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, থিসারা পেরেরা, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কলিন অ্যাকারম্যান, রায়ান বার্ল।
ফরচুন বরিশাল-
সাকিব আল হাসান, ইফতিখার আহমেদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ইব্রাহিম জাদরান, করিম জানাত, উসমান কাদির, রাখিম কর্নওয়াল, কেসরিক উইলিয়ামস, রহমানউল্লাহ গুরবাজ, নাভিন উল হক, কুশল পেরেরা।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-
মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, হাসান আলি, খুশদিল শাহ, মোহাম্মদ নবি, আবরার আহমেদ, জশ কব, ব্রেন্ডন কিং।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-
আফিফ হোসেন ধ্রুব, বিশ্ব ফার্নান্দো, আসান প্রিয়ঞ্জন, কুর্টিস ক্যাম্ফার।
ঢাকা ডমিনেটরস-
তাসকিন আহমেদ, চামিকা করুনারত্নে, দিলশান মুনাবীরা।
রংপুর রাইডার্স-
নুরুল হাসান সোহান, শোয়েব মালিক, পাথুম নিসাঙ্কা, সিকান্দার রাজা, হারিস রউফ, মোহাম্মদ নওয়াজ, জেফ্রি ভ্যান্ডারসে।
খুলনা টাইগার্স-
তামিম ইকবাল, আভিষ্কা ফার্নান্দো, ওয়াহাব রিয়াজ, নাসিম শাহ, আজম খান।
ড্রাফটের ক্রিকেটার সংক্রান্ত তথ্যঃ
ড্রাফটে দেশি ক্রিকেটারদের আছে ৭ টি ক্যাটাগরি। এ থেকে জি ক্যাটাগরিতে ক্রিকেটারদের মূল্য যথাক্রমে- ৮০ লাখ, ৫০ লাখ, ৩০ লাখ, ২০ লাখ, ১৫ লাখ, ১০ লাখ ও ৫ লাখ টাকা।
২১৬ জন দেশি ক্রিকেটারের মধ্যে এ ক্যাটাগরিতে ৩, বি ক্যাটাগরিতে ৭, সি ক্যাটাগরিতে ২৬, ডি ক্যাটাগরিতে ৩৫, ই ক্যাটাগরিতে ৭১, এফ ক্যাটাগরিতে ৩৮ ও জি ক্যাটাগরিতে আছেন ৩৬ জন।
৩৯৭ জন বিদেশি ক্রিকেটারের মধ্যে এ ক্যাটাগরিতে ৫, বি ক্যাটাগরিতে ১৭, সি ক্যাটাগরিতে ৩৬, ডি ক্যাটাগরিতে ৬৪ ও ই ক্যাটাগরিতে আছে ২৭৫ জন।
৫ ক্যাটাগরিতে মূল্য যথাক্রমে- ৮০ হাজার মার্কিন ডলার, ৬০ হাজার মার্কিন ডলার, ৪০ হাজার মার্কিন ডলার, ৩০ হাজার মার্কিন ডলার ও ২০ হাজার মার্কিন ডলার।