দুই মারকুটে ওপেনার দলে টানল ফরচুন বরিশাল

গুরবাজের ব্যাটিং ঝড়ে আফগানদের বড় জয়
Vinkmag ad

আসন্ন বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) সামনে রেখে দল গোছানো বেশ ভালোভাবেই শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। দুই মারকুটে ওপেনার কুশল পেরেরা ও রহমানউল্লাহ গুরবাজকে দলে টেনেছে ফরচুন বরিশাল।

আগের আসরের মতো সাকিব আল হাসানই দলটির আইকন ও অধিনায়ক হিসাবে খেলবেন। পেরেরা-গুরবাজের আগে ক্রিস গেইল, রাখিম কর্নওয়াল, করিম জানাত, ইব্রাহিম জাদরান, ইফতিখার আহমেদ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের খেলার কথাও নিশ্চিত করে দলটি।

রহমানউল্লাহ গুরবাজ এর আগেও বিপিএল খেলেছেন, খুলনা টাইগার্সের জার্সিতে। ৯৯ টি-টোয়েন্টি খেলা গুরবাজ ১৫২.৪৮ স্ট্রাইক রেটে করেন মোট ২৪৮১ রান।

কুশল পেরেরাও এর আগে বিপিএল মাতিয়েছেন কুমিল্লা ওয়ারিয়র্সের জার্সিতে।

এবারের বিপিএল মাঠে গড়াবে জানুয়ারির প্রথম সপ্তাহে।

৯৭ ডেস্ক

Read Previous

নাইম ইসলামের সেঞ্চুরি, নাসির হোসেনের বড় রান

Read Next

নাইম-নাসিরের দিনে জিতেছে বিসিবি সাউথ জোন

Total
0
Share