

আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এর আসন্ন আসরের জন্য ধরে রাখা ক্রিকেটারদের নাম জানানোর দিন ছিল ১৫ নভেম্বর। ২০২৩ মৌসুমের আগে ২৩ ডিসেম্বর কোচিতে হবে নিলাম, যেখানে আরও ক্রিকেটার নেবার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই নিলামের আগে বেশ শক্ত স্কোয়াডই আছে আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসের।
৯ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। ১৬ জনকে ধরে রাখা রাজস্থান ট্রেডিংয়ে কোন ক্রিকেটার নিজেদের শিবিরে আনে নি।
অনুমিতভাবেই আগের আসরের অধিনায়ক সাঞ্জু স্যামসনকে ধরে রেখেছে রাজস্থান রয়্যালস। আছেন জস বাটলার, দেবদূত পাডিকাল, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহালও।
জিমি নিশাম, ড্যারিল মিচেল, র্যাসি ভ্যান ডার ডুসেনরা অবশ্য জায়গা ধরে রাখতে পারেননি রাজস্থানে।
How are we feeling, #RoyalsFamily? 😁💗 pic.twitter.com/qnspfeDYBG
— Rajasthan Royals (@rajasthanroyals) November 15, 2022
রিটেনশন শেষে রাজস্থান রয়্যালসের স্কোয়াড-
দেবদূত পাডিকাল, ধ্রুব জুরেল, জস বাটলার, কেসি চারিয়াপ্পা, কুলদ্বীপ সেন, কুলদ্বীপ যাদবম নবদ্বীপ সাইনি, ওবেদ ম্যাকয়, প্রসিধ কৃষ্ণা, রবিচন্দ্রন অশ্বিন, রিয়ান পরাগ, সাঞ্জু স্যামসন, শিমরন হেটমায়ার, ট্রেন্ট বোল্ট, ইয়াশাসভি জয়সাওয়াল, যুজবেন্দ্র চাহাল।
Forever one of us. Because #RoyalsFamily is a forever thing. 💗 pic.twitter.com/f8JsMMcOsX
— Rajasthan Royals (@rajasthanroyals) November 15, 2022
রিলিজড ক্রিকেটার- অনুনয় সিং, করবিন বোস, ড্যারিল মিচেল, জিমি নিশাম, করুন নায়ার, নাথান কোল্টার নিল, র্যাসি ভ্যান ডার ডুসেন, শুভাম ঘরওয়াল, তেজাস বারোকা।