বিপিএল প্লেয়ার্স ড্রাফটে ২২০ দেশি, সর্বোচ্চ মূল্য ৮০ লাখ

লিটন দাস শোয়েব মালিক
Vinkmag ad

আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএল ২০২৩ এর প্লেয়ার্স ড্রাফট। যেখানে ৭ ফ্র্যাঞ্চাইজি দেশি ক্রিকেটার বেছে নিবে ২২০ জন নিবন্ধিত দেশি ক্রিকেটারের মধ্য থেকে। এরই মধ্যে অবশ্য প্রত্যেকটি দল দলে ভিড়িয়েছে ১ জন করে দেশি ক্রিকেটার (ডিরেক্ট সাইনিং)।

৭ ক্যাটাগরিতে মোট ২২০ জন ক্রিকেটার দল পাবার আশায় থাকবেন। এ ক্যাটাগরিতে ৩, বি ক্যাটাগরিতে ৭, সি ক্যাটাগরিতে ২৬, ডি ক্যাটাগরিতে ৩৫, ই ক্যাটাগরিতে ৭৬, এফ ক্যাটাগরিতে ৪০ ও জি ক্যাটাগরিতে আছেন ৩৩ জন।

এ থেকে জি ক্যাটাগরিতে ক্রিকেটারদের মূল্য যথাক্রমে- ৮০ লাখ, ৫০ লাখ, ৩০ লাখ, ২০ লাখ, ১৫ লাখ, ১০ লাখ ও ৫ লাখ।

এ ক্যাটাগরিতে আছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাস। বি ক্যাটাগরিতে মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, ইমরুল কায়েস, মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

রুবেল হোসেন, মুমিনুল হক, নাইম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, সাব্বির রহমান সহ ২৬ জন সি ক্যাটাগরিতে।

ই ক্যাটাগরিতে আছেন মোহাম্মদ আশরাফুল।

বিপিএলের নবম আসর মাঠে গড়াবে জানুয়ারির প্রথম সপ্তাহে। ২৩ নভেম্বর ড্রাফটের আগে একজন দেশী ক্রিকেটার সরাসরি চুক্তিবদ্ধ করার নিয়ম রাখে বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে বিদেশী অন্তর্ভূক্তের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সীমা নেই।

সবার আগে দেশী ক্রিকেটার ভিড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স। তারা এক অনুষ্ঠানের মাধ্যমে মাশরাফি বিন মর্তুজার নাম ঘোষণা করে। এরপর একে একে জানা যায় বাকিদেরও।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সে মুস্তাফিজুর রহমান, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে আফিফ হোসেন ধ্রুব, ফরচুন বরিশালে সাকিব আল হাসান, খুলনা টাইগার্সে তামিম ইকবাল, রংপুর রাইডার্সে কাজী নুরুল হাসান সোহান ও ঢাকায় তাসকিন আহমেদ।

৯৭ প্রতিবেদক

Read Previous

ভারত সিরিজের সূচি পরিবর্তন, ম্যাচ বাড়লো চট্টগ্রামে

Read Next

রিটেনশন শেষে যেমন হল রাজস্থান রয়্যালস স্কোয়াড

Total
0
Share