ভারত সিরিজের সূচি পরিবর্তন, ম্যাচ বাড়লো চট্টগ্রামে

দুই ভেন্যুতে বাংলাদেশ-ভারত সিরিজ, সূচি প্রকাশ
Vinkmag ad

তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট খেলতে ডিসেম্বরের ১ তারিখ বাংলাদেশে আসবে পূর্ণ শক্তির ভারত। পুরো ওয়ানডে সিরিজ ও একটি টেস্ট ঢাকায় হওয়ার কথা ছিল। যেখানে বাকি একটি টেস্ট চট্টগ্রামের মাঠে গড়াতো। তবে নতুন সূচিতে শেষ ওয়ানডে ম্যাচও চট্টগ্রামে যুক্ত হল।

ওয়ানডে ম্যাচগুলো মাঠে গড়াবে ৪, ৭ ও ১০ ডিসেম্বর। প্রথম দুইটি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৮ ডিসেম্বর চট্টগ্রাম পৌঁছে ১০ ডিসেম্বর তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে রোহিত শর্মা, সাকিব আল হাসানরা।

মাঝে তিনদিন বিরতি শেষে ১৪ ডিসেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হবে প্রথম টেস্টে। এরপর ঢাকায় ২২ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে।

ওয়ানডে ম্যাচ তিনটি শুরুর হবে দুপুর ১২ টায়। তবে টেস্ট ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯ টায়। সূচি অনুসারে ২৭ ডিসেম্বর বাংলাদেশ ছাড়ার কথা কোহলিদের

সিরিজ সামনে রেখে বাংলাদেশ অবশ্য এখনো দল ঘোষণা করেনি। ওয়ানডে সংস্করণে চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) অন্তত দুই রাউন্ড শেষ হলেই দল ঘোষণা করার কথা নির্বাচকদের।

বিসিএলের প্রথম রাউন্ড গতকাল (২০ নভেম্বর) মাঠে গড়িয়েছে। দ্বিতীয় রাউন্ড আগামীকাল (২২ নভেম্বর)।

৯৭ প্রতিবেদক

Read Previous

অধিনায়ক হবার পথ মসৃণ হল ওয়ার্নারের

Read Next

বিপিএল প্লেয়ার্স ড্রাফটে ২২০ দেশি, সর্বোচ্চ মূল্য ৮০ লাখ

Total
0
Share