

রহস্যময় লেগ স্পিনার আবরার আহমেদ ও ফাস্ট বোলার মোহাম্মদ আলি প্রথমবারের মত ডাক পেয়েছেন পাকিস্তানের টেস্ট স্কোয়াডে। ঘরোয়া লিগে দারুণ পারফরম্যান্সের ফল পেয়েছেন দুজন। ডিসেম্বরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের ১৮ সদস্যের স্কোয়াডে আছে দুজনের নাম।
২৪ বছর বয়সী আবরার আহমেদ কায়েদ-ই-আজম ট্রফিতে আছেন ফর্মের তুঙ্গে। ২১.৯৫ গড়ে তিনি নিয়েছেন ৪৩ উইকেট। ৬ ম্যাচে রেকর্ড ৫ বার ৫ উইকেট নিয়েছেন তিনি।
সেন্ট্রাল পাঞ্জাবের মোহাম্মদ আলি কায়েদ-ই-আজম ট্রফিতে সেরা ফাস্ট বোলার গেল দুই মৌসুমে, নিয়েছেন ৫৬ উইকেট। ২ ৫ উইকেট সহ ২৪ উইকেট নিয়ে এই মৌসুমের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ। ২০২১-২২ এও তিনি ৮ ম্যাচে নিয়েছিলেন ৩২ উইকেট।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে স্কোয়াডে ডাক পাওয়া আনক্যাপড মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও জাহিদ মেহমুদ ফের ডাক পেয়েছেন স্কোয়াডে।
শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে থাকা শাহীন শাহ আফ্রিদি, হাসান আলি, ফাওয়াদ আলম ও ইয়াসির শাহ নেই এবার।
অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন হওয়া শাহীন শাহ আফ্রিদি নেই সঙ্গত কারণেই। বাকি তিনজন বাদ পড়েছেন পড়তি ফর্মের কারণে।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের ৩ ম্যাচ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ১ ডিসেম্বর রাওয়ালপিন্ডি শুরু হবে প্রথম ম্যাচ। মুলতানে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৯ ডিসেম্বর। করাচিতে শেষ টেস্ট শুরু ১৭ ডিসেম্বর।
🚨 Our 18-player squad for the three-Test series against England 🚨#PAKvENG pic.twitter.com/NOXoTMPYDx
— Pakistan Cricket (@TheRealPCB) November 21, 2022
ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টেস্ট স্কোয়াড-
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ অধিনায়ক, উইকেটরক্ষক), আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, আজহার আলি, ফাহিম আশরাফ, হারিস রউফ, ইমাম উল হক, মোহাম্মদ আলি, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, নওমান আলি, সালমান আলি আঘা, সরফরাজ আহমেদ, সউদ শাকিল, শান মাসুদ ও জাহিদ মেহমুদ।