

তারকা ক্রিকেটারদের ক্যারিয়ারে এমন এক সময় আসে যেখানে কোন কিছুই ভুল মনে হয় না। যেখানে সে যাই করেন না কেনো মনে হয় সেটাই ঠিক। কোন কিছুই যেনো তাকে থামাতে পারে না।
ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের জন্য যা ছিল ১৯৯৮ ও ২০১০। ভিরাট কোহলির জন্য এমন অভিজ্ঞতা ছিল ২০১৬ তে।
২০২২ এ এসে তেমনই এক সময় পার করছেন সুরিয়াকুমার যাদব। ব্যাট হাতে তিনি যেনো যা চাচ্ছেন তাই ই করতে পারছেন। এমন ক্রিকেট খেলছেন যেমন ক্রিকেট খেলার জন্য নাম ছিল দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের। কেউ কেউ তো বলছেন নয়া থ্রি সিক্সটি ডিগ্রি সুরিয়া ভালো করছেন ডি ভিলিয়ার্সের চেয়েও!
নিউজিল্যান্ডের বিপক্ষে ৫১ বলে অপরাজিত ১১১ রান করার পথে লকি ফার্গুসনের করা ১৯ তম ওভারে ৪ বাউন্ডারি ও ১ ছক্কা হাঁকান সুরিয়াকুমার যাদব। ডিপ পয়েন্টের ওপর দিয়ে মারা, স্কুপ, র্যাম্প, কাট সব শটই খেলেন ঐ ওভারে।
নিজের খেলা শট পরে হাইলাইটসে দেখেন সুরিয়াকুমার যাদব। অন্য সবার মত তিনি নিজেও নিজের শট দেখে অবাক হন বলে জানান তিনি।
তিনি বলেন, ‘আমি নিজেও আমার কিছু শট দেখে অবাক হই যখন আমি ঘরে ফিরে সেগুলো দেখি। অবশ্যই আমি সব হাইলাইটস দেখি, আমি ভালো বা খারাপ যাই করি না কেন। আমি নিজেই কখনো কখনো আমার খেলা শট দেখে বিস্মিত হয়ে যাই (হাসি)।’