

নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন মঙ্গলবার নেপিয়ারে একটি পূর্ব-পরিকল্পিত মেডিকেল অ্যাপয়েন্টমেন্টের কারণে তৃতীয় টি-টোয়েন্টি মিস করবেন। বিকল্প হিসেবে মার্ক চ্যাপম্যান আজ নেপিয়ারে টি-টোয়েন্টি দলে যোগ দেবেন।
ইডেন পার্কে ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচের আগে অকল্যান্ডে উইলিয়ামসন বুধবার আবার ব্ল্যাকক্যাপসে যোগ দেবেন। কিউই কোচ গ্যারি স্টেড বলেছেন যে মেডিকেল অ্যাপয়েন্টমেন্টের সাথে উইলিয়ামসনের ঐতিহাসিক কনুইয়ের চোটের কোনও সম্পর্ক নেই।
কেনকে তৃতীয় টি-টোয়েন্টিতে না পাওয়ার ইস্যুতে কোচ স্টেড বলেন,
‘কেনের মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট দুর্ভাগ্যবশত আমাদের সময়সূচীতে ফিট করতে সক্ষম হয়নি। আমাদের খেলোয়াড় এবং কর্মীদের স্বাস্থ্য এবং মঙ্গল সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং আমরা তাকে অকল্যান্ডে দেখার জন্য উন্মুখ।’
সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজে খেলার পর স্কোয়াডে ফিরে আসতে পেরে চ্যাপম্যান উচ্ছ্বসিত।
স্টেড নিশ্চিত করেছেন যে ম্যাকলিন পার্কে তৃতীয় ও শেষ ম্যাচে দলের অধিনায়কত্ব করবেন টিম সাউদি।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি ভেস্তে যায় বৃষ্টির কারণে। বে ওভালে সুরিয়াকুমার যাদবের অপরাজিত সেঞ্চুরিতে ৬৫ রানের বড় ব্যবধানে জিতল ভারত। নিউজিল্যান্ড দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন অধিনায়ক উইলিয়ামসন।