

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ থেকে সুরিয়ার দাপট এখন নিউজিল্যান্ডে। মাত্র ৫১ বলে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে এনে দেন ১৯১ রানের বড় সংগ্রহ। কিউই ব্যাটাররা লড়াই জমাতে পারেনি, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৬৫ রানের জয় পেল ভারত। তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল হার্দিক পান্ডিয়ার দল।
৪৯ বলে সেঞ্চুরি করলেন স্কাই ৷ ৫১ বলে ১১১ রানে অপরাজিত থাকেন তিনি ৷ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি দ্বিতীয় সেঞ্চুরি সুরিয়াকুমারের ৷ এদিন তাঁর ব্যাটে ভর করেই ৬ উইকেট হারিয়ে ১৯১ রান তুলেছে ভারত ৷ অন্যদিকে, শেষ ওভারে হ্যাটট্রিক করেন কিউই পেসার টিম সাউদি।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ ওপেন করতে নেমে ৩১ বলে ৩৬ রানের ইনিংস খেলেন ঈশান কিষান ৷ তবে, বিশ্বকাপের পর দ্বিপাক্ষিক সিরিজেও ব্যর্থ রিশাব পান্ট ৷ এদিন রিশাবকে ওপেন করতে পাঠায় টিম ম্যানেজমেন্ট ৷ কিন্তু, পাওয়ার প্লে-তে ১৩ বল খেলে মাত্র ৬ রান করে বিদায় নেন।
শ্রেয়াস আইয়ার এদিন ৯ বলে ১৩ রান করেন ৷ অধিনায়ক হার্দিক পান্ডিয়া ১৩ বলে ১৩ রান করেছেন। টিম সাউদি ২০তম ওভার করতে এসে হ্যাটট্রিক করেন ৷ হার্দিক, দীপক এবং ওয়াশিংটন সুন্দর তাঁর হ্যাটট্রিকের শিকার। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯১ রান করেছে টিম ইন্ডিয়া। শেষ অবধি ৫১ বলে ১১১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন স্কাই।
প্রথম ওভারের দ্বিতীয় বলে ফিন অ্যালেনের উইকেট তুলে নিলেন ভুবনেশ্বর কুমার। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ভারতীয় বোলিং আক্রমণকে চ্যালেঞ্জে ফেলতে পারেন ফিন অ্যালেন, গ্লেন ফিলিপসরা। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন অধিনায়ক উইলিয়ামসন। ৬৫ রানের বড় ব্যবধানে জিতল ভারত। ৭ বল বাকি থাকতেই নিউজিল্যান্ডকে অল আউট করল মেন ইন ব্লু।