

দুবাইয়ে এশিয়া কাপে ১ সেপ্টেম্বর সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। শ্রীলঙ্কার বিপক্ষে ঐ ম্যাচের পর আজ (২০ নভেম্বর) বিসিএলে (বাংলাদেশ ক্রিকেট লিগ) ওয়ানডে ফরম্যাটে মাঠে নামলেন বিসিবি নর্থ জোনের হয়ে।
বিসিবি সাউথ জোনের বিপক্ষে নর্থ জোনের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ সুবিধা করে উঠতে পারেননি। বল হাতে ৪ ওভার হাত ঘুরিয়ে ২৫ রান হজম করলেও উইকেটের দেখা পাননি।
ব্যাট হাতেও দিয়েছেন ব্যর্থতার পরিচয়। ২১ বল উইকেটে থেকে রিয়াদ করতে পারেন মাত্র ৮ রান। ৩৮.১০ স্ট্রাইক রেটে রান করা রিয়াদের ইনিংসে ছিল না কোন বাউন্ডারি।
View this post on Instagram
৩০৯ তম লিস্ট এ ম্যাচ খেলতে নামা রিয়াদের এই ফরম্যাটে আছে ৭৯০০ এর বেশি রান। অভিজ্ঞ এই ব্যাটারকে আজ সাজঘরের পথ দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের অফ স্পিনে নাসির হোসেনকে ক্যাচ দিয়েছেন রিয়াদ।
বিকেএসপির ৪ নম্বর গ্রাউন্ডে এদিন আগে ব্যাট করে ৪৩.৩ ওভারে ১৯৯ রান করে অলআউট হয়েছে বিসিবি সাউথ জোন। ফিফটি করেছেন মোহাম্মদ নাইম শেখ ও তৌহিদ হৃদয়। বল হাতে ৫ উইকেট মোহাম্মদ সাইফউদ্দিনের।
জবাব দিতে নেমে প্রতিবেদন লেখা অব্দি ১০০ রানের আগেই ৫ উইকেট হারিয়ে বসেছে বিসিবি নর্থ জোন।