

বিপিএলের আসন্ন আসর সামনে রেখে সবগুলো দলই সরাসরি চুক্তিতে দেশী ক্রিকেটার অন্তর্ভূক্ত করেছে। যেখানে সর্বশেষ সংযোজন ঢাকার তাসকিন আহমেদ।
দলগুলোর দেশী ক্রিকেটার চুক্তিবদ্ধ করার বিষয়টি আজ (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিপিএলের নবম আসর মাঠে গড়াবে জানুয়ারির প্রথম সপ্তাহে। প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বর।
তবে ড্রাফটের আগে একজন দেশী ক্রিকেটার সরাসরি চুক্তিবদ্ধ করার নিয়ম রাখে বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে বিদেশী অন্তর্ভূক্তের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সীমা নেই।
সবার আগে দেশী ক্রিকেটার ভিড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স। তারা এক অনুষ্ঠানের মাধ্যমে মাশরাফি বিন মর্তুজার নাম ঘোষণা করে। এরপর একে একে জানা যায় বাকিদেরও।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সে মুস্তাফিজুর রহমান, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে আফিফ হোসেন ধ্রুব, ফরচুন বরিশালে সাকিব আল হাসান, খুলনা টাইগার্সে তামিম ইকবাল, রংপুর রাইডার্সে কাজী নুরুল হাসান সোহান ও ঢাকায় তাসকিন আহমেদ।
ইতোমধ্যে দলগুলো বিদেশী কয়েকজন ক্রিকেটারের সাথেও চুক্তি সেরেছে। কুমিল্লায় শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান ও ব্রেন্ডন কিং।
রংপুরে মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, সিকান্দার রাজা। ফরচুন বরিশালের হয়ে খেলবেন রাখিম কর্নওয়াল, ক্রিস গেইলরা।