

শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান। পাল্লেকেলেতে এই সিরিজ শুরু হবে ২৫ নভেম্বর, সিরিজের বাকি দুই ম্যাচ ২৭ ও ৩০ নভেম্বর।
অলরাউন্ডার গুলবেদিন নাইব ও আনক্যাপড বাঁহাতি রিস্ট স্পিনার নুর আহমেদ আছেন স্কোয়াডে।
🚨 Our Squad is out for @OfficialSLC ODIs 🚨
👉: https://t.co/uzt5zxtX9d #AfghanAtalan | #AFGvSL pic.twitter.com/wGV4FtGiYn
— Afghanistan Cricket Board (@ACBofficials) November 19, 2022
স্কোয়াডের বাকিরা টিকে গেছেন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে।
১৮ ছুঁইছুঁই নুর আহমেদ এখনও ওয়ানডে না খেললেও টি-টোয়েন্টি লিগ গুলোতে জনপ্রিয় নাম হয়ে উঠেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে খেলা নিজের একমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০ রান খরচে ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা।
যথারীতি আফগানদের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়া মোহাম্মদ নবিও আছেন স্কোয়াডে।
শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের স্কোয়াড-
হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ আহমেদ, ফজলহক ফারুকী, গুলবেদিন নাইব, ইব্রাহিম জাদরান, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবি, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, নুর আহমেদ, রাশিদ খান, রিয়াজ হাসান, শহিদুল্লাহ কামাল, ইয়ামিন আহমেদজাই, জিয়া উর রহমান।