

প্রাক্তন ভারতীয় ব্যাটার ওয়াসিম জাফর ব্যাটিং পরামর্শক হিসেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাপোর্ট স্টাফের অংশ। পাকিস্তানের মাটিতে সাফল্য পেয়েছে টাইগার যুবারা। শিষ্যদের পারফরম্যান্সে দারুণ খুশি গুরু ওয়াসিম। পাকিস্তানে বাংলাদেশের সফল অনূর্ধ্ব-১৯ সফর নিয়ে বলেছেন, তাঁকে গর্বিত করেছে বাংলার ছেলেরা। টুইট শেয়ার করে আনন্দ প্রকাশ করেছেন।
১৫ বছর পর পাকিস্তান সফরে যেয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল তিন ফরম্যাটেই নিজেদের সেরাটা খেলেছে টাইগার যুবারা। একমাত্র চারদিনের ম্যাচ ড্র, ওয়ানডে সিরিজে ২-১ এ জয় ও টি-টোয়েন্টি সিরিজে ১-১ এ সমতা।
View this post on Instagram
ওয়াসিম জাফর নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এক বার্তায় উচ্ছ্বাসের কথা লিখেন,
‘কাজের তৃপ্তির ক্ষেত্রে পাকিস্তানে পাকিস্তানকে হারানো ঠিক আছে। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতা, টি-টোয়েন্টি সিরিজ ১-১ ড্র করা এবং একমাত্র টেস্ট ড্র করার জন্য একদিন ব্যাটিং করায় ছেলেদের জন্য গর্বিত।‘
Beating Pakistan in Pakistan is right up there in terms of job satisfaction. Proud of the boys on winning the ODI series 2-1, drawing T20 series 1-1, and batting over a day to draw the only Test. Thanks for looking after us @RamadaMultan @TheRealPCB #PAKvBAN pic.twitter.com/GKJj8BAUKM
— Wasim Jaffer (@WasimJaffer14) November 18, 2022
ওয়াসিম পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং এর ব্যবস্থাপনাকে তাদের আতিথেয়তা এবং তাদের দেখাশোনার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
গত জুলাইয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কোচ হিসাবে এসেছেন ওয়াসিম জাফর।