ইংলিশ নারীদের নতুন হেড কোচ জন লুইস

জন লুইস
Vinkmag ad

জন লুইস ইংল্যান্ড নারীদের দায়িত্বে নতুন হেড কোচ। ৪৭ বছর বয়সী লুইস লিসা কিটলির স্থলাভিষিক্ত হয়েছেন। ইংলিশ নারী দলের সঙ্গে জন লুইসের প্রথম অ্যাসাইনমেন্ট ডিসেম্বরের ওয়েস্ট ইন্ডিজ সফর।

ইংল্যান্ডের নারীদের নতুন প্রধান কোচ হিসেবে মনোনীত হয়েছেন প্রাক্তন ইংল্যান্ড পুরুষ পেসার জন লুইস। লুইস এর আগে ইংল্যান্ডের পুরুষ দলের সাথে বোলিং কোচ হিসাবে কাজ করেছেন।

৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরের দায়িত্ব নেবেন তিনি। ক্যারিবীয় অঞ্চলে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি আগামী বছরের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কাজ করবে।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাসিত জন লুইস বলেছেন,

‘এটি একটি নতুন চ্যালেঞ্জ, এবং আমি কাজ করতে আর অপেক্ষা করতে পারছি না। আমি গত কয়েক বছর ধরে দূর থেকে দেখেছি এবং এটা স্পষ্ট যে এই দলের সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে আশাবাদী হওয়ার অনেক কারণ আছে।’

লুইস গত গ্রীষ্মে ক্রিস সিলভারউড এবং সম্প্রতি ব্রেন্ডন ম্যাককালামের অধীনে ইংল্যান্ডের পুরুষদের সাথে কাজ করেছেন। লুইস ২০২১ সাল থেকে ইসিবির একজন অভিজাত পেস বোলিং কোচ।

৯৭ ডেস্ক

Read Previous

জাতীয় দলের নির্বাচক কমিটিকে বরখাস্ত করল বিসিসিআই

Read Next

এক ম্যাচে দুই দেশের অধিনায়কের অভিষেক

Total
0
Share