

পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো অধিনায়ক সরফরাজ আহমেদ বেশ কিছুদিন ধরেই পাকিস্তান জাতীয় দলের রাডারে নেই। ঘরোয়া লিগে খেলে যাচ্ছেন অবশ্য দাপটের সঙ্গে। তবে সাম্প্রতিক সময়ে তার চেয়ে বেশি আলোচনায় তার পুত্র সন্তান আব্দুল্লাহ।
প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছেন ছোট্ট আব্দুল্লাহ, আর সেটা ক্রিকেট খেলেই। করাচিতে কায়েদ ই আজম ট্রফিতে খেলতে থাকা সরফরাজ আহমেদের সঙ্গে বোলিং করতে দেখা যায় আব্দুল্লাহকে।
সেই ভিডিও টুইট করে সরফরাজ শাদাব খানকে টুইট করে লেখেন, ‘চেক করো’।
@76Shadabkhan check karo https://t.co/6qfDaVKhga
— Sarfaraz Ahmed (@SarfarazA_54) November 17, 2022
সেই টুইটের উত্তর করতে যেয়ে শাদাব খান লেখেন, ‘আব্দুল্লাহ এর আগে সরফরাজ ভাইয়ের হৃদয়ে আমার জায়গা নিয়েছে। এখন না আবার পাকিস্তান দলে আমার জায়গা কেড়ে নেয়!’
Abdullah ne pehle saifi bhai ke dil mai meri jaga le li ab Pakistan team mai meri jaga na le jaye @SarfarazA_54 https://t.co/mRFhsnT5aC
— Shadab Khan (@76Shadabkhan) November 17, 2022
সরফরাজ অবশ্য বলছেন, শাদাব খান ও আব্দুল্লাহ একসাথে খেলবেন। শাদাব খান তখন ধন্যবাদ দেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে।
Always love u saifi bhai. Thank u for everything kaptaan.
— Shadab Khan (@76Shadabkhan) November 17, 2022