

আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এর আসন্ন আসরের জন্য ধরে রাখা ক্রিকেটারদের নাম জানানোর দিন ছিল ১৫ নভেম্বর। ২০২৩ মৌসুমের আগে ২৩ ডিসেম্বর কোচিতে হবে নিলাম, যেখানে আরও ক্রিকেটার নেবার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই নিলামের আগে বেশ শক্ত স্কোয়াডই আছে পাঞ্জাব কিংসের।
৯ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে পাঞ্জাব কিংস। ১৬ জনকে ধরে রাখা পাঞ্জাব ট্রেডিংয়ে কোন ক্রিকেটার নিজেদের শিবিরে আনে নি।
আগের আসরে অধিনায়কত্ব করা মায়াঙ্ক আগারওয়ালকে ছেড়ে দিয়েছে পাঞ্জাব। নতুন আসরে পাঞ্জাবের অধিনায়ক শিখর ধাওয়ান। আর্শদ্বীপ সিং, রাহুল চাহার, লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাদা, জনি বেয়ারস্টো, ভানুকা রাজাপাকশেদের ধরে রেখেছে পাঞ্জাব, ছেড়ে দিয়েছে বেনি হাওয়েল, সন্দ্বীপ শর্মাদের।
𝐒𝐐𝐔𝐀𝐃 2️⃣0️⃣2️⃣3️⃣#SherSquad, which 🦁s should we go for at the #IPLAuction to complete #SaddaSquad? 🤔#SaddaPunjab #PunjabKings #IPLRetention pic.twitter.com/4d00DQQa7s
— Punjab Kings (@PunjabKingsIPL) November 15, 2022
রিটেনশন ও ট্রেডিং শেষে যেমন হল পাঞ্জাব কিংস স্কোয়াড-
শিখর ধাওয়ান, শাহরুখ খান, রাহুল চাহার, আর্শদ্বীপ সিং, হারপ্রীত ব্রার, রাজ আংগাদ বাওয়া, প্রভশিমরান সিং, রিশি ধাওয়ান, জিতেশ শর্মা, বালতেজ সিং ধান্দা, অথর্ব তাইডে, লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাদা, জনি বেয়ারস্টো, নাথান এলিস, ভানুকা রাজাপাকশে।
রিলিজড ক্রিকেটার- মায়াঙ্ক আগারওয়াল, ওডিন স্মিথ, ভৈভব আরোরা, বেনি হাওয়েল, ইশান পোরেল, আনশ প্যাটেল, প্রিরাক মানকাড়, সন্দ্বীপ শর্মা, ঋত্বিক চ্যাটার্জি।