রিটেনশন ও ট্রেডিং শেষে যেমন হল লখনৌর স্কোয়াড

রিটেনশন ও ট্রেডিং শেষে যেমন হল লখনৌর স্কোয়াড
Vinkmag ad

আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এর আসন্ন আসরের জন্য ধরে রাখা ক্রিকেটারদের নাম জানানোর দিন ছিল ১৫ নভেম্বর। ২০২৩ মৌসুমের আগে ২৩ ডিসেম্বর কোচিতে হবে নিলাম, যেখানে আরও ক্রিকেটার নেবার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই নিলামের আগে বেশ শক্ত স্কোয়াডই আছে লখনৌ সুপার জায়ান্টসের।

৭ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। ১৫ জনকে ধরে রাখা লখনৌ ট্রেডিংয়ে কোন ক্রিকেটার নিজেদের শিবিরে আনে নি।

আবেশ খান, দীপক হুদা, লোকেশ রাহুল, ক্রুনাল পান্ডিয়া, রবি বিষ্ণয়দের ধরে রাখা লখনৌ ছেড়ে দিয়েছে মনীশ পান্ডে, শাহবাজ নাদিমদের।

ওভারসিজ ক্রিকেটারদের মধ্যে অ্যান্ড্রু টাই, দুশমান্থ চামিরা, এভিন লুইস, জেসন হোল্ডারদের ছেড়ে দিয়েছে লখনৌ। ধরে রেখেছে কাইল মায়ের্স, মার্কাস স্টয়নিস, মার্ক উড, কুইন্টন ডি ককদের।

রিটেনশন ও ট্রেডিং শেষে লখনৌ সুপার জায়ান্টস স্কোয়াড-

আবেশ খান, আয়ুশ বাদুনি, দীপক হুদা, কৃষ্ণাপ্পা গৌতম, কারান শর্মা, লোকেশ রাহুল, ক্রুনাল পান্ডিয়া, কাইল মায়ের্স, মানান বোহরা, মার্কাস স্টয়নিস, মার্ক উড, মায়াঙ্ক যাদব, মহসিন খান, কুইন্টন ডি কক ও রবি বিষ্ণয়।

রিলিজড ক্রিকেটার- অ্যান্ড্রু টাই, অঙ্কিত সিং রাজপুত, দুশমান্ত চামিরা, এভিন লুইস, জেসন হোল্ডার, মনীশ পান্ডে, শাহবাজ নাদিম।

৯৭ ডেস্ক

Read Previous

গ্রিনকে আইপিএল চুক্তি নিয়ে বাটলারের স্লেজিং!

Read Next

রিটেনশন ও ট্রেডিং শেষে যেমন হল পাঞ্জাবের স্কোয়াড

Total
0
Share