

ক্রিকেটে স্লেজিং শব্দটা পরিচিতই। ব্যাটার, বোলার, ফিল্ডার সবাইই স্লেজিং করে থাকেন। বাড়তি মাত্রা আসে যখন স্লেজিং করেন উইকেটরক্ষক। কারণ, স্টাম্প মাইকে শোনা যায় তার প্রায় সবটা। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডেতে জস বাটলারের ক্যামেরুন গ্রিনকে নিয়ে করা স্লেজিং আলোচনার জন্ম দিয়েছে।
গেল ১৫ নভেম্বর ধরে রাখা ক্রিকেটারদের নাম জানিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো। ২০২৩ মৌসুমের আগে ২৩ ডিসেম্বর কোচিতে হবে নিলাম, যেখানে আরও ক্রিকেটার নেবার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
ধারণা করা হচ্ছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন আইপিএল নিলামে বড়সড় চুক্তিই পাবেন। গ্রিনের ব্যাটিংয়ের সময় যা সামনে আনলেন জস বাটলার। আইপিএল চুক্তি নিয়ে গ্রিনকে টিপ্পনি কাটতে দেখা যায় বাটলারকে, যা ধরা পড়ে স্টাম্প মাইকে।
It was good of @josbuttler to remind Cam Green about the upcoming IPL auction 😂
Textbook stuff this 👌 pic.twitter.com/bkLbdXmUQ4
— Cricket on BT Sport (@btsportcricket) November 17, 2022