

আবুধাবি টি-টেন লিগের বাংলাদেশি মালিকানাধীন বাংলা টাইগার্স দলে ভিড়িয়েছে পাকিস্তানি অলরাউন্ডার ইফতিখার আহমেদকে। সাকিব, সোহান, মৃত্যুঞ্জয়, আমির, মুনরোদের সঙ্গে এবারের টি-টেন মাতাবেন ইফতিখার।
ইফতিখার আহমেদকে নিয়ে বাংলা টাইগার্সের বিবৃতি,
‘একজন দুর্দান্ত হিটার, একজন দরকারী বোলার এবং সমস্ত অভিজ্ঞতা নিয়ে পাকিস্তানের অলরাউন্ডার ইফতিখার আহমেদ বাংলা টাইগার্সে যোগ দিতে আসছেন।’
🚨 ANNOUNCEMENT 🚨
A splendid hitter, an useful bowler and with all his experience, Pakistan all-rounder Iftikhar Ahmed is coming to join Bangla Tigers. 🐯☑️#BanglaTigers #AbudhabiT10 #LetsGoHunt @IftiAhmed221 pic.twitter.com/fpv8VRrzMQ
— Bangla Tigers (@BanglaTigers_ae) November 17, 2022
আসন্ন আসরের জন্য বাংলা টাইগার্সের সঙ্গে আইকন ক্রিকেটার হিসেবে চুক্তি করেন সাকিব আল হাসান। এবার ফ্র্যাঞ্চাইজিটি অফিসিয়ালভাবে জানালো, সাকিবই দলের নেতৃত্বে।
আগামী ২৩ নভেম্বর আবুধাবিতে শুরু হবে টি-টেন লিগের ৬ষ্ঠ আসর, চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী দিনেই বাংলা টাইগার্স খেলবে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিরুদ্ধে।
বাংলা টাইগার্স স্কোয়াড:
সাকিব আল হাসান (আইকন ও অধিনায়ক), নুরুল হাসান সোহান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মোহাম্মদ আমির, শ্রীসান্থ, কলিন মুনরো, এভিন লুইস, হযরতউল্লাহ জাজাই, জো ক্লার্ক, বেন কাটিং, বেনি হাওয়েল, ড্যান ক্রিশ্চিয়ান, মাথিসা পাথিরানা, জ্যাক বল, চিরাগ সুরি, রোহান মোস্তফা, উমাইর আলি এবং ইফতিখার আহমেদ।