

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডে তৃতীয় দিনই জয়ের সুবাস পাচ্ছিল ঢাকা মেট্রো। টায়ার-২ এর ম্যাচে বরিশালকে ৭ উইকেটে হারিয়ে টায়ার-১ এ উন্নতি হল তাদের।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৫৪ রান তুলে তৃতীয় দিন শেষ করে ঢাকা মেট্রো। শামসুর রহমান ১৫ ও আইচ মোল্লা ১১ রানে অপরাজিত ছিলেন।
আজ মাত্র ১০.২ ওভার খেলে কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মেট্রো। শুভ ৩৭ ও আইচ মোল্লা ২৬ রানে অপরাজিত।
এর আগে বরিশাল প্রথম ইনিংসে ২১১ রান করে। জবাবে ঢাকা মেট্রো প্রথম ইনিংসে থামে ২২২ রানে। ১১ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা বরিশাল অলআউট হয় ২০০ রানে।
আর তাতে ১৮৯ রানের লিড তাদের। ঢাকা মেট্রোর জন্য লক্ষ্য ১৯০।
সাদমান ইসলাম ও নাইম শেখ ওপেনিং জুটিতে তোলে ৬৪ রান। নাইম ফিরেছেন ৪১ রান করে। তবে সাদমান তুলে নেন ফিফটি। তবে ৬৪ রান করে থামতে হয় তাকে। তৃতীয় দিন আউট হওয়া আরেক ব্যাটার জাহিদুজ্জামান করেন ১৯ রান।
তাতেই তৃতীয় দিন শেষে মেট্রোর স্কোরবোর্ডে ৩ উইকেটে ১৫৪।
টায়ার-২ এ ৬ ম্যাচে ৪ জয় ও ২ পরাজয়ে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ঢাকা মেট্রো। ফলে আগামী মৌসুমে তারা খেলবে টায়ার-১ এ।