

আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এর আসন্ন আসরের জন্য ধরে রাখা ক্রিকেটারদের নাম জানানোর দিন ছিল ১৫ নভেম্বর। ২০২৩ মৌসুমের আগে ২৩ ডিসেম্বর কোচিতে হবে নিলাম, যেখানে আরও ক্রিকেটার নেবার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই নিলামের আগে বেশ শক্ত স্কোয়াডই আছে আইপিএল ইতিহাসের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসের।
৮ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। ১৮ জনকে ধরে রাখা চেন্নাই ট্রেডিংয়ের মাধ্যমে কোন ক্রিকেটার দলে টানেনি।
রিটেনশনের আগে আলোচনা হচ্ছিল রবীন্দ্র জাদেজার থাকা না থাকা নিয়ে। তবে শেষমেশ তাকে রেখেছে চেন্নাই, জাদেজা টুইট করে লিখেছেন, ‘সবকিছু ঠিক আছে।’
Everything is fine???? #RESTART pic.twitter.com/KRrAHQJbaz
— Ravindrasinh jadeja (@imjadeja) November 15, 2022
মাহেন্দ্র সিং ধোনি, আম্বাতি রায়ডু, দীপক চাহার, রুতুরাজ গায়কোয়াড়, শিবাম দুবেদের ধরে রেখেছে চেন্নাই। ২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১ আইপিএল শিরোপা জেতা চেন্নাই বিদেশিদের মধ্যে ডেভন কনওয়ে, মইন আলি, মিচেল স্যান্টনারদের ধরে রেখেছে।
The DJ’s dance tracks shall always be our favourite! Champion Forever! #WhistlePoduForever #Yellove ???????? pic.twitter.com/z3JK0douhr
— Chennai Super Kings (@ChennaiIPL) November 15, 2022
চেন্নাই সুপার কিংসের ছেড়ে দেওয়া ক্রিকেটারদের মধ্যে আছেন অ্যাডাম মিলনে, ক্রিস জর্ডান, রবিন উথাপ্পাদের। তবে সবচেয়ে বড় নাম ডোয়াইন ব্রাভো।
Whistles. Roars. Anbuden????
Super Returns ⏳#WhistlePodu #Yellove ???????? pic.twitter.com/PPB5wjCEVE— Chennai Super Kings (@ChennaiIPL) November 15, 2022
রিটেনশন শেষে চেন্নাই সুপার কিংসের স্কোয়াড-
আম্বাতি রায়ডু, দীপক চাহার, ডেভন কনওয়ে, ডোয়াইন প্রিটোরিয়াস, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা, মিচেল স্যান্টনার, মইন আলি, মাহেন্দ্র সিং ধোনি, মুকেশ চৌধুরী, প্রশান্ত সোলাঙ্কি, রাজবর্ধন হাঙ্গারগেকার, রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কোয়াড়, শিবাম দুবে, সিমারজিত সিং, শুভ্রাংশু সেনাপতি, তুষার দেশপান্ডে।
রিলিজড ক্রিকেটার- অ্যাডাম মিলনে, সি হারি নিশান্ত, ক্রিস জর্ডান, ডোয়াইন ব্রাভো, কে ভগত বার্মা, কেএম আসিফ, এন জাগাদেশান, রবিন উথাপ্পা।