

খেলোয়াড়ি জীবনে মাইকেল ভনের বোলার হিসাবে মোটেই নামডাক ছিলো না। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক ৮২ টেস্টের ক্যারিয়ারে ৬ উইকেট, ৮৬ ওয়ানডের ক্যারিয়ারে ১৬ উইকেট নিয়েছেন। ১৮ টেস্ট সেঞ্চুরির মালিক ভনের উইকেট শিকারের তালিকায় আছে ওয়াসিম জাফরের নামও।
২০০২ সালে লর্ডস টেস্টে ২য় ইনিংসে মাইকেল ভনের বলে নাসের হুসাইনকে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন সাবেক ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর। ৩১ টেস্টে ৫ সেঞ্চুরির মালিক ওয়াসিম জাফর যা নিয়ে যারপরনাই বিরক্ত।
টুইটারে মাইকেল ভন ও ওয়াসিম জাফরের প্রায়ই লেগে যায়। একজন আরেকজনকে প্রায়ই খোঁচান। সর্বশেষ টিপ্পনি কাটলেন মাইকেল ভন।
পাঞ্জাব কিংস ওয়াসিম জাফরকে ব্যাটিং কোচ হিসাবে নিয়োগ দিয়েছে। এই ঘটনায় টুইটারে টিপ্পনি কেটে মাইকেল ভন টুইটারে লেখেন, ‘যে আমার বলে আউট হয়েছিল সে একজন ব্যাটিং কোচ!’
Someone who got out to me is a batting coach !!!!!!!!!!!! https://t.co/Xnopz9341I
— Michael Vaughan (@MichaelVaughan) November 16, 2022