

ক্রিকেটার রিটেইন করার পরদিনই কোচিং স্টাফে বদল আনল পাঞ্জাব কিংস। ব্যাটিং কোচ হিসাবে ওয়াসিম জাফরকে ফিরিয়ে এনেছে ফ্র্যাঞ্চাইজিটি। চার্ল ল্যাঙ্গেভেল্ট যুক্ত হয়েছেন বোলিং কোচ হিসাবে, ব্র্যাড হ্যাডিন পালন করবেন সহকারী কোচের ভূমিকা।
অনিল কুম্বলের সঙ্গে চুক্তি না বাড়ার পর সেপ্টেম্বরে ট্রেভর বেলিসকে প্রধান কোচ হিসাবে নিয়োগ দিয়েছিল পাঞ্জাব কিংস। ১৬ নভেম্বর কোচিং স্টাফে আরও ৩ নাম যুক্ত করল তারা।
২০২০ সালে ব্যাটিং কোচ হিসাবে থাকলেও ২০২১ নিলামের আগে পদত্যাগ করেছিলেন ওয়াসিম জাফর। এরপর রঞ্জি দলের কোচিং করার পাশাপাশি দায়িত্ব নেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কোচ হিসাবে।
Jiska tha besabri se intezaar, introducing our 🆕 Batting Coach, Wasim Jaffer! 🤩#SherSquad, reply with a meme to welcome the King! 👇#SaddaPunjab #PunjabKings #WasimJaffer #IPL pic.twitter.com/hpej5YO9c9
— Punjab Kings (@PunjabKingsIPL) November 16, 2022
২০২০ সালে পাঞ্জাব কিংসে ছিলেন চার্ল ল্যাঙ্গেভেল্টও, তবে ২০২১ এ ড্যামিয়েন রাইট তার জায়গায় বসেন। বর্তমানে তিনি দক্ষিণ আফ্রিকা দলের বোলিং কোচ।
Charl Langeveldt is heading back to 𝐏𝐮𝐧𝐣𝐚𝐛! ✈️#SherSquad, welcome our new Fast Bowling Coach! 👇#CharlLangeveldt #PunjabKings #SaddaPunjab pic.twitter.com/CjIoTdpIYM
— Punjab Kings (@PunjabKingsIPL) November 16, 2022
অজিদের সাবেক উইকেটরক্ষক ব্যাটার ব্র্যাড হ্যাডিন আবার জুটি বাধবেন ট্রেভর বেলিসের সঙ্গে। এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদে একই ভূমিকায় ছিলেন দুজন।
BRAD HADD-IN AS OUR ASSISTANT COACH! 🤩#SherSquad, how excited are you for the 🦁 from Down Under? #PunjabKings #SaddaPunjab #BradHaddin pic.twitter.com/C86BjzS6x7
— Punjab Kings (@PunjabKingsIPL) November 16, 2022