

আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এর আসন্ন আসরের জন্য ধরে রাখা ক্রিকেটারদের নাম জানানোর দিন ছিল ১৫ নভেম্বর। ২০২৩ মৌসুমের আগে ২৩ ডিসেম্বর কোচিতে হবে নিলাম, যেখানে আরও ক্রিকেটার নেবার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই নিলামের আগে বেশ শক্ত স্কোয়াডই আছে আইপিএল ইতিহাসের সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্সের।
১৩ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে নিতা আম্বানির মালিকানাধীন দলটি। ১৫ জনকে ধরে রাখার পাশাপাশি ১ জনকে নিয়েছে ট্রেডিংয়ের মাধ্যমে।
রোহিত শর্মা, সুরিয়াকুমার যাদব, ইশান কিশান, জাসপ্রীত বুমরাহদের ধরে রেখেছে মুম্বাই। ধরে রেখেছে জফরা আর্চার, টিম ডেভিড, ডেওয়াল্ড ব্রেভিস, অর্জুন টেন্ডুলকারদেরও।
২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ আইপিএল শিরোপা জয়ী দলকে ছেড়ে দিতে হয়েছে অবসর নেওয়া কাইরন পোলার্ডকে। টাইমাল মিলস, ড্যানিয়েল সামস বাদ পড়েছেন।
Locked & loaded for #IPL2023 🔒💪
Presenting our stars for the upcoming season ⭐💙#OneFamily #MumbaiIndians pic.twitter.com/lyg8IOFwpT
— Mumbai Indians (@mipaltan) November 15, 2022
ট্রেডিং ও রিটেনশন শেষে মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াড-
আকাশ মাধওয়াল, অর্জুন টেন্ডুলকার, ডেওয়াল্ড ব্রেভিস, ঋত্বিক শকিন, ইশান কিশান, জেসন বেহ্রেন্ডরফ, জাসপ্রীত বুমরাহ, জফরা আর্চার, কুমার কার্তিকিয়া সিং, মোহাম্মদ আরশাদ খান, তিলক বার্মা, রমনদ্বীপ সিং, রোহিত শর্মা, সুরিয়াকুমার যাদব, টিম ডেভিড, ট্রিস্টান স্টাবস।
রিলিজড ক্রিকেটার- অনমলপ্রীত সিং, আরিয়ান জুয়েল, বাসিল থাম্পি, ড্যানিয়েল সামস, ফ্যাবিয়ান অ্যালেন, জয়দেব উনাদকাট, কাইরন পোলার্ড, মায়াঙ্ক মারকান্ডে, মুরুগান অশ্বিন, রাহুল বুদ্ধি, রাইলি মেরেডিথ, সঞ্জয় যাদব ও টাইমাল মিলস।
Once a part of #OneFamily, always a part of #OneFamily 💙#MumbaiIndians pic.twitter.com/4eTXunUyof
— Mumbai Indians (@mipaltan) November 15, 2022